সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিসিবি তামিম-মিরাজের ফোনালাপ খতিয়ে দেখবে

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: তামিম ইকবাল-মিরাজ ফোনালাপ ফাঁস। মিরাজকে তামিম বলছেন মুশফিক এটা কাজ করছে? …. এখন তোদের সাথে নেই, খেলিনা তো ন্যাশনাল টিমে এখন অনেকের ভাবটাব বেড়ে গেছে, এইটা হইল সমস্যা। যখন খেলতাম, ক্যাপ্টেন ছিলাম ক্যাপ্টেন থাকলে তো এরকম করতে পারতি না। এখন আমার দাম নাই, দাম কমে যাচ্ছে বলে তোরা এমন করতেছিস…অসুবিধা নাই মিরাজ। সময় আমারও আসবে। একটা কথা শোন মিরাজ, পৃথিবী গোল। আজকে তুই ঐ সাইড, আমি এই সাইড। কালকে আমি ঐ সাইডে বসব, তুই এই সাইডে আসবি।’ মঙ্গলবার রাতে এসব কথা একটা টিভি চ্যানেল প্রতিবেদন আকারে প্রচার করেছে। পরদিন এ নিয়ে ক্রিকেটের কোটি ভক্তের প্রাণে উদ্বেগের জন্ম দেয়। বুধবার তামিম ইকবাল ঘোষণা দেন সন্ধ্যায় তিনি লাইভে এসে ক্লিয়ার করবেন। তামিম, মিরাজদের জন্য কোটি প্রাণ ভালোবাসা উজাড় করে দেয়। তামিম বিশ্বকাপে যাওয়া জাতীয় দল থেকে বাদ পড়ায় কোটি কোটি ক্রিকেট ভক্ত মন খারাপ করেছিল। কেন তামিমকে বাদ দিল। তামিম নিজেও নিজের কথা বলতে রাজি ছিলেন না। তামিমের ব্যক্তিত্ব দেশের মানুষের কাছে আলাদা অবস্থান তৈরি করেছিল। সেই তামিম কীভাবে নিজের কণ্ঠে বলছেন, তিনি জাতীয় দলে নেই বলে তার দাম নেই। তামিমের চরিত্রের সঙ্গে এ ধরনের কথোপকথন সম্পূর্ণ বেমানান। তারপরও তামিমের ভক্ত, ক্রিকেট ভক্তরা মনোযোগ দিলেন তামিমের কথায়। ফেসবুক লাইভে তামিম, মিরাজ, সঙ্গে যোগ দিলেন মুশফিক, মাহমুউদুল্লাহ। তারা চওড়া হাসি দিয়ে বুঝিয়ে দিলেন এটি একটি বিজ্ঞাপন। ক্রিকেটের কোটি মুখ হতাশ। তামিমের কাছ থেকে এমন অপ্রত্যাশিত কথাগুলো শুনে। এ সব কিছুই নজরে এসেছে বিসিবির সভাপতি এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। হতাশ হয়েছেন তিনি। বিশেষ করে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহর ব্যাপারে। গত বৃহস্পতিবার দুপুরে পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়টি বিসিবি গুরুত্ব দিয়ে দেখছে। তামিম ইকবাল চুক্তির বাইরে থাকলেও পাপন বলেছেন, ‘তাদের (মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ) সঙ্গে ক্লিয়ারকাট কন্ডিশন আছে। আমি আজকেই দেখব। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে বোর্ড তার মতো করে সিদ্ধান্ত নেবে।’


এই বিভাগের আরো খবর