শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রেনের ধাক্কা সিএনজিতে: চার যাত্রীর সাথে সাথে মৃত্যু

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ চারজন যাত্রী প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, “এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর