বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ইউটিউবেই দেখা যাবে ‘সিতারে জামিন পার’

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বলিউড সুপারস্টার আমির খানের আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ অবশেষে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে। আগামীকাল শুক্রবার থেকে দর্শকরা মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিটি দেখতে পারবেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। তার মূল উদ্দেশ্য ছিল, ছবিটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়। সে লক্ষ্যেই এবার ওটিটির পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জামিন পার’ প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এই ছবিটি শুধু ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে। দর্শকরা ১০০ টাকায় ‘সিতারে জামিন পার’ দেখতে পাবেন। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেন-সহ মোট ৩৮টি দেশে স্থানীয় মূল্যে ছবিটি উপলব্ধ হবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এই প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউটিউবে ছবিটি আনার বিষয়ে অভিনেতা ও প্রযোজক আমির খান বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে। ভারতে ইন্টারনেটের ব্যবহারও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন বাড়ছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন আমরা ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে সিনেমা নিয়ে যেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন সিনেমা সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। আমি চাই মানুষ যেন যখনই ইচ্ছে এবং যেখানে খুশি সিনেমা দেখতে পারে। যদি এই পদ্ধতিটি সফল হয়, তবে সৃজনশীল লোকেরা সীমানা বা অন্যান্য বাধা সম্পর্কে চিন্তা না করে বিভিন্ন গল্প বলতে সক্ষম হবে।’


এই বিভাগের আরো খবর