সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার এবং উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

সমাবেশের মূল প্রতিপাদ্য তিনটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। দাবিগুলো হলো:

• গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ।

• পদযাত্রায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

• অন্যান্য জেলাগুলোতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নিরাপত্তা আরও জোরদার করা।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবার বাধা সৃষ্টি করছে সরকারঘনিষ্ঠ বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তারা বলেন, গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা শুধু একটি দলের ওপর নয়, গণতন্ত্র ও জনগণের অধিকারের ওপর সরাসরি আঘাত।

প্রসঙ্গত, জুলাই মাসজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। গণতন্ত্র, জনগণের অধিকার ও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি দেশব্যাপী পালন করছে দলটি। গোপালগঞ্জে সেই পদযাত্রার একটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।


এই বিভাগের আরো খবর