বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়ানিক সিনার ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্পোর্টস: ছেলেদের টেনিসে এক নতুন অধ্যায় লিখে দিলেন ইয়ানিক সিনার। গত রোববার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন এই ইতালিয়ান তারকা। এর মধ্য দিয়ে থামলো আলকারাজের উইম্বলডনে টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ড, ভেঙে গেল টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন।
পুরুষ এককের এই শিরোপার লড়াই শুরুতে আলকারাজের দিকেই হেলে ছিল। স্প্যানিশ এই তারকা প্রথম সেট জিতেছিলেন ৬-৪ গেমে। তখনও অনেকেই ভাবছিলেন, ফ্রেঞ্চ ওপেনের মতোই হয়তো পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াবেন আলকারাজ। সেই ফ্রেঞ্চ ওপেনেই পাঁচ সেটের রুদ্ধশ্বাস ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা তুলেছিলেন আলকারাজ। কিন্তু এইবার সেই গল্পের পুনরাবৃত্তি হতে দিলেন না সিনার।
দ্বিতীয় সেট থেকেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। শক্ত সার্ভিস আর নিখুঁত গ্রাউন্ডস্ট্রোকে একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন সিনার। ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে পরের তিন সেট জিতে যান তিনি। ম্যাচের সময় লেগেছে তিন ঘণ্টা চার মিনিট। শিরোপা নিশ্চিত হতেই দু’হাত ছড়িয়ে দর্শকদের অভিবাদন নেন সিনার। এরপর হাঁটু মুড়ে র‌্যাকেটের উপর মাথা রেখে কিছুক্ষণ বসে ছিলেন কোর্টেই, যেন নিজের জয়কে বিশ্বাস করতে পারছিলেন না।
সিনার এবারই প্রথম উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন। এর আগে তার দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছিল হার্ড কোর্টে। এই জয়ে তিনি হয়ে গেলেন উইম্বলডনে এককে শিরোপা জেতা প্রথম ইতালিয়ান।
গ্যালারিতে এ দিন ভিড় করেছিলেন টেনিস ও বিনোদন জগতের বহু তারকা। উপস্থিত ছিলেন আন্দ্রে আগাসি থেকে হলিউডের নিকোল কিডম্যান ও কাইরা নাইটলিরা। ম্যাচ শেষে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান সিনার। বিশেষভাবে ধন্যবাদ জানান ছোট ভাইকে, যিনি ফর্মুলা ওয়ান রেস না থাকায় ভাইয়ের ফাইনাল দেখতে লন্ডনে এসেছেন।
পরাজিত হলেও আলকারাজ ম্যাচের পর প্রশংসা করেছেন প্রতিদ্বন্দ্বীর। বলেছেন, “হারতে সব সময়ই খারাপ লাগে। ফাইনালে হার তো আরও বেদনাদায়ক। তবে ইয়ানিককে শুভেচ্ছা জানাতে চাই। ও এই ট্রফির যোগ্য। লন্ডনে গত দু’সপ্তাহে অবিশ্বাস্য টেনিস খেলেছে। কোর্টের বাইরেও আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।”
পাল্টা আলকারাজের প্রশংসা করেছেন সিনারও। বলেছেন, “তোমার বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। ঠিকই বলেছো, কোর্ট এবং কোর্টের বাইরেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আশা করি ভবিষ্যতে তুমি অনেকবার এই ট্রফি জিতবে। এখনই তুমি দুটো গ্র্যান্ড স্ল্যাম জিতেছ।”
ছেলেদের টেনিসে ‘বিগ থ্রি’ যুগ শেষের পর সিনার ও আলকারাজকে নিয়ে গড়ে উঠছে নতুন প্রতিদ্বন্দ্বিতা। শেষ সাতটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ভাগ করে নিয়েছেন এই দুই তরুণ তারকা। তাই অনেকেই মনে করছেন, সামনের দিনগুলোতে সিনার-আলকারাজ দ্বৈরথই হতে যাচ্ছে টেনিসের নতুন মহাকাব্য।


এই বিভাগের আরো খবর