সর্বশেষ :
গ্লোবাল সুপার লিগে খালেদের নৈপুণ্যে রংপুরের নাটকীয় জয় টানা ব্যর্থতায় সাকিব, বড় ব্যবধানে হারলো দুবাই ক্যাপিটালস জ্যামাইকা টেস্টের পেস দাপটে অস্ট্রেলিয়া এগিয়ে, চাপে ওয়েস্ট ইন্ডিজ পিএসজিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা চেলসির ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর ইউক্রেন রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটিরও বেশি শিশু ভালো কথা বললেও পুতিন সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প রোগীদের ইনজেকশন দিয়ে হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসী ফুটবলারদের থেকে কত জন ডাক পাবে বাফুফেতে?

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাফুফে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল। গত ২৮-৩০ জুন অনূর্ধ্ব-১৯ ও ২৩ দুটি বয়সভিত্তিক পর্যায়ে ৪৯ জন ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন। তাদের মধ্য থেকে কয়েকজন প্রবাসী ফুটবলার ডাক পাবেন আসন্ন এএফসি অ-২৩ টুর্নামেন্টের প্রাথমিক ক্যাম্পে। কয়জনকে ডাকা হয় সেটাই দেখার বিষয়। ট্রায়াল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অ-২৩ দলে প্রবাসী ফুটবলারদের আরেক দফা পরখ করার আভাস দিয়েছিলেন। গত শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আরও একটু খোলাসা করেই বলেছেন, ‘অ-২৩ দলের ট্রায়ালে আসা ৬-৭ জন প্রবাসী ফুটবলারকে ডাকা হতে পারে।’ ট্রায়ালে আসা ফুটবলারদের মধ্যে বিশতোক চাকমা, জায়ান আহমেদ, ক্যাসপার হক, ইমান আলম, ইব্রাহিম নেওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল ও ইফাজ আহমেদ বিশেষ নজর কেড়েছিলেন। বাফুফে আজ ৬-৭ জন সংখ্যা উল্লেখ করায় কারা ডাক পাচ্ছেন তা নিয়ে ফুটবলাঙ্গনে আগ্রহের সৃষ্টি হয়েছে। ফুটবল বিশ্বে খেলোয়াড়দের দলে ডাকেন কোচ। বাংলাদেশ অ-২৩ দলের কোচই এখনও ঠিক করতে পারেনি বাফুফে। কোচ নির্ধারণ হওয়ার পর তিনি ফুটবলারদের ডাকবেন। প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগপর্যন্ত তাই সুনির্দিষ্টভাবে কোন কোন প্রবাসী ফুটবলার ডাক পাচ্ছেন তা বলার সুযোগ নেই। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। প্রাথমিক দল ৩০-৩৫ জনেরও হয়। এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। জুলাইয়ের শেষ দিকে অ-২৩ টুর্নামেন্টের ক্যাম্প শুরু হওয়ার কথা। ১২ আগস্ট আবাহনী-কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের পরই মূলত পুর্ণাঙ্গ অনুশীলন হবে। অ-২৩ দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলাররা আরেক দফা নিজেদের প্রমাণ করতে পারলে দলের সঙ্গে ভিয়েতনাম সফর করতে পারবেন। গত বছর অনূর্ধ্ব-১৭ দলে এসেছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী আরহাম ইসলাম। বাংলাদেশ দলে খেলার জন্য তিনি আসার পর পারফরম্যান্স দিয়ে দলে জায়গা পান। টুর্নামেন্ট খেলে অস্ট্রেলিয়ার ফেরার টিকিট তাকে নিজেকেই কাটতে হয়েছিল। ট্রায়ালে আসা ফুটবলাররা একবার নিজেদের দক্ষতা দেখিয়েছেন। প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবারও তাদের নিজেদের খরচে আসতে হবে কি না সেটি এখনও স্পষ্ট নয়।


এই বিভাগের আরো খবর