সর্বশেষ :
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর ইউক্রেন রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটিরও বেশি শিশু ভালো কথা বললেও পুতিন সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প রোগীদের ইনজেকশন দিয়ে হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু বেদুইন-দ্রুজ সংঘর্ষে সিরিয়ার সুইদা শহরে নিহত ৩৭ গির্জায় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিহত ৩ যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে মার্কিন বিশেষ দূত কেলগ প্রতিরক্ষা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত-ইংল্যান্ড টেস্টে ১০ বছর বিরল ঘটনা ঘটলো

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

একেবারে সেয়ানে সেয়ানে লড়াই যাকে বলে! ভারত ও ইংল্যান্ডের চলমান লর্ডস টেস্টে তেমনই রোমাঞ্চকর এক লড়াই চলছে। আগে ব্যাট করা স্বাগতিক ইংলিশরা প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছিল। ঠিক সমান রানেই অলআউট হয়েছে ভারতও। ২০১৫ সালের পর এই প্রথম টেস্টে এমন দৃশ্য দেখা গেল। যদিও সবমিলিয়ে এমন নজির রয়েছে নয়টি। প্রথম ইনিংসে দুই দলেরই সমান ৩৮৭ রান পঞ্চম সর্বোচ্চ। ভারত-ইংল্যান্ডের মতো প্রথম ইনিংসে সমান রান করা সর্বোচ্চ চারটি টেস্টই ড্র-তেই শেষ হয়েছিল। লর্ডস টেস্টের গতিপথও সেদিকে যায় কি না তা পরবর্তী দু’দিনে জানা যাবে। এমনকি সিরিজের এই তৃতীয় টেস্টের ফলও নির্ধারিত হবে উভয়ের দ্বিতীয় ইনিংস ও শেষ দুদিনের লড়াইয়ে। ইংল্যান্ডের পর ভারতও ৩৮৭ রানে গুটিয়ে যাওয়ার পর গত শনিবার শেষ বিকেলে স্বাগতিক বেন স্টোকসরা দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২ রান। অবশ্য প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ থাকলেও শেষ দিকে ১১ রানেই চার উইকেট হারিয়েছে ভারত। তাদের পক্ষে লোকেশ রাহুল সর্বোচ্চ ১০০, ঋষভ পান্ত ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার ক্রিস ওকস। এ ছাড়া চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এবং বেন স্টোকস দুটি করে উইকেট নেন। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র আটটি ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। লর্ডসে প্রথম এবং সবমিলিয়ে নবমবার এমন ঘটনা ঘটল। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে প্রথম এমন কিছু দেখা গিয়েছিল। দু’দলই প্রথম ইনিংসে তোলে ১৯৯ রান। আর শেষবার একই দৃশ্যের মঞ্চায়ন হয় ২০১৫ সালে লিডসে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। সে বার দু’দল তুলেছিল ৩৫০ রান। চলমান টেস্টে ভারতীয় বোলারদের সামনে ধীরগতিতে রান তোলেন রুট-স্টোকসরা। যা এই সিরিজে ব্যতিক্রম দৃশ্য। একইভাবে ভারতীয় ব্যাটাররাও প্রতিপক্ষের সামনে আগ্রাসী রূপে হাজির হননি। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টানটান লড়াইয়ে বাহ্যিক কিছু আচরণও ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় দিনের শেষ ১০ মিনিটে ম্যাচের উত্তাপ আরও বাড়ল। ভারতের ইনিংস শেষ হওয়ার পর বিরতি ছিল ১০ মিনিটের। তারপরও যা সময় ছিল তাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দু’টি ওভার করা যেত। তবে জাসপ্রীত বুমরাহদের খেলতে গিয়ে যাতে উইকেট না পড়ে, তার জন্য কৌশলের আশ্রয় নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের ওপেনাররা দ্বিতীয় ইনিংসের শুরুতে ইচ্ছা করে দেরি করে নামেন, যাতে একটি ওভারের বেশি না খেলতে হয়। এ ছাড়া ইনজুরির ভান ধরে সময়ক্ষেপণ করেন ওপেনার জ্যাক ক্রাউলি। যে কারণে গিল-বুমরাহরা প্রতিক্রিয়া হিসেবে তাদের উদ্দেশে করতালি দেন। এরপর স্বাগতিকদের এক ওভার ব্যাটিং শেষ হতেই দিনের খেলায় ইতি টানেন আম্পায়াররা।

 

 


এই বিভাগের আরো খবর