রাজধানীর গুরুত্বপূর্ণ মহাখালী-এয়ারপোর্ট সড়ক অচল হয়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধের কারণে। রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ অবরোধ শুরু হয়, যা রাজধানীর যান চলাচলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশাচালকরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে উত্তরা-মহাখালী রুটের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে যান চলাচলের জন্য বিকল্প রুটের নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। ইনকামিং গাড়িগুলোকে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১-আমতলী অথবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে আউটগোয়িং গাড়িগুলোকে বিপরীত পথে ডাইভারশন দেওয়া হচ্ছে।
এছাড়া আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিল এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
অটোরিকশাচালকদের এ অবরোধের কারণে মহাখালী-এয়ারপোর্ট রোডে যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।