বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সিতারে জামিন পার’ ১৮ দিনে বক্স অফিসে যেমন পারফর্ম করলো

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ১৮ দিনেই সব ভাষা মিলিয়ে ১৪৯ কোটি ৮৯ লাখ আয় করেছে। আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাটকীয় ছবিটি আয়ের দিক থেকে এখনই আমির খানের পুরো ক্যারিয়ারের ছবিগুলোর মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই ছবিটি ‘থাগস অফ হিন্দুস্তান’, এবং ‘গজনি’-এর মতো বড় বাজেটের সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গেছে। হিন্দি, তামিল এবং তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পার’। প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবিটি দর্শক এবং সমালোচকদের প্রচুর প্রশংসা কুড়োচ্ছে। বিশেষ করে এর হৃদয়স্পর্শী গল্প বলার ধরণ এবং অভিনয়ের জন্য। প্রথম সপ্তাহে শুক্রবার ১০.৭ কোটি টাকা, শনিবার ২০.২ কোটি টাকা এবং রোববার ২৭.২৫ কোটি আয় করেছে। ১৮ দিন পর ‘সিতারে জামিন পার’ ১৪৯ কোটি ৮৯ লাখ আয় করেছে। অর্থাৎ ১৫০ কোটির খুব কাছেই পৌঁছে গেছে। অ্যাকশনের বাইরে বেরিয়ে, আবেগকেন্দ্রিক এই সামাজিক ছবিটি যেভাবে ব্যবসা করছে, তা সাম্প্রতিক কালে বিরল ঘটনা। প্রসঙ্গত, ‘লাল সিং চাড্ডা’ (৬১.১২ কোটি) হতাশাজনক ভাবে মুথ থুবড়ে পড়ার পর ‘সিতারে জামিন পার’ আমিরের জন্য একটি উল্লেখযোগ্য প্রত্যাবর্তন। এটি শুধু বক্স অফিসে বাজিমাত করছে এমনটা নয়, পাশাপাশি পরিবার কেন্দ্রিক দর্শকদের সঙ্গে দৃঢ় সংযোগও পুনঃপ্রতিষ্ঠিত করেছে।


এই বিভাগের আরো খবর