বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেন সংঘাত নিরসনের কূটনৈতিক উপায় শেষ হয়ে গেছে: জার্মান চ্যান্সেলর

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিদেশ : ইউক্রেনে সংঘাত নিরসনের কূটনৈতিক উপায় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। বুধবার পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘আমি আপনাকে একটু স্পষ্ট করে বলতে চাই, কূটনৈতিক হাতিয়ার শেষ হয়ে গেছে।’ মের্জ বলেন, ‘হুমকির সাথে বর্তমান পরিস্থিতি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করার পর, আমরা প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। রাজনৈতিক বামপন্থী এবং রাশিয়াপন্থী ডানপন্থীদের প্রতিরোধ সত্ত্বেও, আমরা ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাব। আমরা এই সমর্থন দিয়ে এগিয়ে যাব।’ যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা কিয়েভকে প্রায় ৪৪ বিলিয়ন ইউরোর সহায়তা প্রদান করেছে। রাশিয়ান পক্ষ বারবার সতর্ক করে দিয়েছে, কিয়েভ সরকারকে অস্ত্রে ভরে দেওয়া কেবল সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, মস্কো এখনো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার নতুন দফার তারিখ নিয়ে কিয়েভের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। রাশিয়া ও ইউক্রেন ১৬ মে এবং ২ জুন ইস্তাম্বুলে দুই দফা আলোচনা করেছে। আলোচনার পর উভয় পক্ষই ১,০০০ বন্দীর বিনিময়ে ১,০০০ বন্দী বিনিময় করতে সম্মত হয়।


এই বিভাগের আরো খবর