বিদেশ : লেবানন জানিয়েছে, গত মঙ্গলবার ত্রিপোলির কাছে এক হামলায় তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। যা ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এক যোদ্বাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। নভেম্বরে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর উত্তরে এটিই প্রথম হামলা। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কাতারে ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি আলোচনা এবং গাজা উপত্যকায় পাঁচজন ইসরাইলি সৈন্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে, যা এই বছর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর জন্য সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে তার হামলা অব্যাহত রেখেছে, মূলত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, তবে মাঝে মাঝে হামাসকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক হামলায় ‘সন্ত্রাসী মেহরান মুস্তাফা বা’জুরকে’ হত্যা করেছে এবং তাকে লেবাননে হামাসের অন্যতম প্রধান কমান্ডার’ বলে অভিহিত করেছে। এটি একটি চলন্ত গাড়িতে বিমান হামলার ছয় সেকেন্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এএফপি স্বাধীনভাবে ফুটেজটি যাচাই করতে পারেনি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধের সময়, তিনি (উত্তর ইসরাইলি শহর) নাহারিয়া, কিরিয়াত শমোনা এবং ইসরাইলের অন্যান্য শহরগুলোতে রকেট হামলার জন্য দায়ী ছিলেন’। বিবৃতিতে আরো বলা হয়েছে, তার হত্যা লেবাননে হামাসের কার্যকলাপকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে অবস্থিত একটি এলাকায় একটি গাড়িতে হামলায় ‘তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে’। হামাস তার ফিলিস্তিনি মিত্রের সমর্থনে ২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ কর্তৃক শুরু হওয়া আন্তঃসীমান্ত যুদ্ধের এক বছরেরও বেশি সময় ধরে লেবানন থেকে ইসরাইলের ওপর হামলার দাবি করেছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল লেবাননে হামাস কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামাস বলেছে, গত মে মাসে তাদের এক কমান্ডার দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে এক বিমান হামলায় নিহত হয়েছেন, অন্যদিকে ইসরাইল বলেছিল, তারা ‘লেবাননে হামাসের পশ্চিম ব্রিগেডের অপারেশন প্রধান’ কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাস বলেছে, গত অক্টোবরে ত্রিপোলির কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির বেদদাউইতে তাদের বাড়িতে এক বিমান হামলায় তাদের এক কর্মী, তার স্ত্রী এবং দুই মেয়ে নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ‘লেবাননে হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ সদস্য ’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা এখনও সাধারণ, তবে উত্তরে অভিযান বিরল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় বাবলিয়াহ গ্রামের কাছে একটি গাড়িতে পৃথক ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী আগে বলেছিল, সোমবার দক্ষিণ লেবাননে হামলায় তারা দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে।