বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এরদোয়ানকে ‘অপমান’ করার অভিযোগে গ্রোক চ্যাটবট ব্লক করল তুরস্ক

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিদেশ : ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোকের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে তুরস্ক। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোয়ানকে ‘অপমান করার মতো প্রতিক্রিয়া’ তৈরি করেছে।  বুধবার আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। এটিই তুরস্কের প্রথম এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। ২০২২ সালে ওপেনএআই-এর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে রাজনৈতিক পক্ষপাত, ঘৃণাত্মক বক্তব্য এবং এআই চ্যাটবটগুলোর নির্ভুলতার বিষয়গুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও গ্রোক ‘ইহুদি-বিরোধী ট্রপ’ এবং ‘অ্যাডলফ হিটলারের প্রশংসা’র অভিযোগে তৈরি বিষয়বস্তু বাদ দিয়েছে। এক্স কিংবা এর মালিক এলন মাস্ক কেউই তুরস্কের সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও গত মাসে মাস্ক গ্রোককে আপগ্রেড করার প্রতিশ্রুতি দেন। তুর্কি স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গ্রোক তুর্কি ভাষায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার সময় এরদোগান সম্পর্কে আপত্তিকর বিষয়বস্তু তৈরি করেছিল বলে জানা গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ (বিটিকে) আদালতের আদেশের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত তুরস্কের আইন লঙ্ঘনকে প্রেসিডেন্টের প্রতি অপমানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে এবং এর শাস্তি চার বছরের কারাদণ্ড। সমালোচকরা বলছেন, আইনটি প্রায়শই ভিন্নমত দমন করার জন্য ব্যবহৃত হয়। যদিও সরকার বলেছে, এটি রাষ্ট্রের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনীয়।


এই বিভাগের আরো খবর