বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্যালিফোর্নিয়ায় বছরের সবচেয়ে বড় দাবানলের বিরুদ্ধে লড়াই

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিদেশ : গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ৩০০ এর বেশি দমকলকর্মী লড়াই চালিয়ে গেছেন। এদিকে, গ্রীষ্মে দাবানলের আশঙ্কায় থাকা এই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন ফেডারেল সংস্থার বাজেট ও জনবল ছাঁটাই করছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘মাদ্রে ফায়ার’ নামের এই আগুনটি বুধবার সান লুইস ওবিসপোতে ছড়িয়ে পড়ে। এটি যুক্তরাষ্ট্রের এই রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি এলাকা। আগুনের হুমকিতে অন্তত ২০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অনেক ঘরবাড়ি ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। এটাই এ বছর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এই বছরের শুরুতেও দাবানলে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজ্যের ফায়ার সার্ভিস ক্যাল ফায়ার-এর তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় আগুন ছড়িয়ে পড়েছে ৫২ হাজার একর (প্রায় ২১ হাজার হেক্টর) এলাকাজুড়ে। রাজ্যের সতর্কতা ব্যবস্থার ছবিতে দেখা যায়, পাহাড়ি ও দুর্গম এলাকায় কালো ধোঁয়ার ঘন স্তম্ভ আকাশ ঢেকে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এর এক পোস্টে লিখেছেন, ‘রাজ্য সবসময়ই সব মানুষের সুরক্ষায় পাশে থাকবে, আগুন যেখানেই লাগুক না কেন।’ তিনি আরো জানান, নতুনভাবে দমকল বাহিনীর শক্তি বাড়ানো হয়েছে। ‘মাদ্রে ফায়ার’-এর আগেও রাজ্যজুড়ে বেশ কয়েকটি বড় আগুন ছড়িয়েছে। এতে আগামী গ্রীষ্মে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা জোরালো হয়েছে। জানুয়ারিতে দাবানলে ৩০ জনের মৃত্যুর ক্ষত এখনো ভুলতে পারেনি রাজ্যটি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবার শীত ও বসন্ত ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক। ফলে গাছপালা আগেই শুকিয়ে গেছে। এক ব্লগপোস্টে এমনটাই জানিয়েছেন ইউসিএলএ’র চরম আবহাওয়া বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়াইন। সোয়াইন বলেন, ‘এবারের গ্রীষ্মে আরও বেশি তাপদাহ ও বিস্তৃত এলাকায় প্রচণ্ড গরমের আশঙ্কা রয়েছে। ফলে এক-দুই মাস আগে থেকেই গাছপালা শুকিয়ে যাওয়ায় মৌসুমের বাকি সময়টায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাবে। এটাই প্রথম গ্রীষ্মকাল, যখন ট্রাম্প বনবিভাগ, জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল সংস্থা (এনওএএ), এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ফেমা)’র বাজেট ও জনবল কমিয়ে দিয়েছেন। গত বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নর নিউসাম ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘দাবানল ঠেকাতে প্রকল্প বাস্তবায়নে ট্রাম্প সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ দেয়নি।’ তিনি আরো বলেন, ‘এই রাজ্যের ৫৭ শতাংশ জমি ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে, কাজেই শুধু কথায় হবে না, পর্যাপ্ত সহায়তা দরকার।’


এই বিভাগের আরো খবর