মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পরেশ রাওয়াল হেরা ফেরি থ্রি-তে ফেরার ইঙ্গিত দিলেন

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বেশ কয়েকদিন ধরে আলোচনায় বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। কারণ, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন অভিনেতা। তবে তার সাম্প্রতিক একটি পোস্ট হইচই ফেলে দিয়েছে দর্শকের মাঝে। এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তিগুলোতে অক্ষয় কুমার ও সুনীল শেঠির সাথে বাবুরাও ওরফে বাবু ভাইয়া হিসেবে দেখা যায় পরেশকে। বলা বাহুল্য, এখনও ‘হেরা ফেরি’-তে এই তিন মুখ ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না দর্শক। তাই তো তৃতীয় কিস্তিতে পরেশের সরে আসার ঘোষণায় মন ভাঙে দর্শকের; তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান ভক্তরা। কিন্তু সম্প্রতি এক অনুরাগীর আবেগঘন অনুরোধের জবাবে যা বললেন পরেশ, তাতেই আবার দানা বেঁধেছে নতুন আলোচনা। একজন ভক্ত পরেশ রাওয়ালের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্যার, একবার ভাবুনৃ হেরা ফেরি-তে ফিরে আসুন। আপনি তো এই ছবির আসল নায়ক।’ এর উত্তরে প্যারেশ রাওয়ালের সংক্ষিপ্ত, কিন্তু দৃঢ় জবাব- ‘নাৃ হেরা ফেরি-তে তিনজন নায়ক ।’- অর্থাৎ, তিনি নিজে, অক্ষয় কুমার এবং সুনীল শেঠি। তারা এই তিনজন মিলে ছবিটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন, যা আজও দর্শকের হৃদয়জুড়ে। পরেশের এই পোস্ট কি তবে আবারও ফিরে আসার ইঙ্গিত? পরেশের এই উত্তরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু! কেউ বলছেন, ‘স্যার, ওই তিনজন মিলেও আপনি যা, তা হতে পারবেন না!’ আরও একজন লেখেন, ‘বড় ভাই, আপনার এই মন্তব্য পড়ে আপনার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল।’ আরেকজন লিখেছেন, ‘আপনি তাহলে বাবুভাইয়া হয়ে ফিরে আসছেন?’ ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল প্রথম ‘হেরা ফেরি’। দমফাটা হাসির এই সিনেমা ঘিরে হয়েছিল নানা চর্চা। কিন্তু কেন ‘হেরা ফেরি থ্রি’ থেকে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল তার স্পষ্ট জবাব দেননি। তবে শোনা যায়, পরিচালকের সঙ্গে তৈরি নানা মতভেদের কারণেই নাকি এই সিদ্ধান্ত নেন অভিনেতা।


এই বিভাগের আরো খবর