২০৬ রানের বিশাল পুঁজি নিয়েও গত শনিবার মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছে পাঞ্জাব কিংস। এতে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার পথে ধাক্কা খেয়েছে শ্রেয়াস আইয়ারের দল। জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে ম্যাচ হারের পর পাঞ্জাব অধিনায়ক আইয়ারের একটি মন্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও আইপিএল বড়। সাধারণত প্রিমিয়ার লিগের খেলাগুলো খুবই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। ম্যাচের কোন সময় কী হয়, কেউই আন্দাজ করতে পারেন না। সেই অনুমান থেকেই মন্তব্য করেছিলেন আইয়ার। কেননা ২০৬ রানের বড় পুঁজি নিয়ে এমন বড় ব্যবধানে হার মেনে নিতে কষ্ট হচ্ছিল তার। পাঞ্জাব কিংস অধিনায়ক বলেন, ‘এটা ছিল দারুণ এক স্কোর। পিচে কিছুটা অদ্ভুত ও ভিন্নধরনের বাউন্স ছিল। এটা গড় স্কোরের চেয়ে বেশি। আমার মনে হয় আমরা আমাদের লেংথে যথেষ্ট শৃঙ্খলাবান্ধব ছিলাম না। বাউন্সার বেশি ব্যবহার করিনি। হিটার লেংথে বল করতে পারিনি। এটা (ইংলিশ) প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার। আপনাকে ইতিবাচক ও শান্ত থাকতে হবে।’ লিগ পর্বে পাঞ্জাবের আরও এক ম্যাচ বাকি আছে, প্রতিপক্ষ প্লে-অফ নিশ্চিত করা আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলে আইয়ের দল শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে। তবে শর্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুকে তাদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারতে হবে। লিগে নিজেদের শেষ ম্যাচ নিয়ে আইয়ার বলেন, ‘পরদিন নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। বর্তমানেই ফোকাস থাকতে হবে। আবার শুরু থেকে ভাবতে হবে। আমরা শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরতে চাই। আঙুলের অবস্থা পরের ম্যাচের জন্য ঠিক থাকবে আশা করছি।’ গত শনিবার ৪ ওভার বল করে ৩৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন দিল্লির পেসার মোস্তাফিজ। পাঞ্জাবের বিপক্ষে টাইগার পেসারই ছিলেন সবচেয়ে সফল বোলার। ম্যাচের ইনফ্যাক্ট বোলারও নির্বাচিত হয়েছেন মোস্তাফিজ।
https://www.kaabait.com