সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিবর্ণ আফগানিস্তান রাশিদ খান উজ্জ্বল হলেও

প্রতিনিধি: / ৩৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: চার মাস- ক্রিকেটের আঙিনায় সময়টা কম নয় মোটেও। এই সময়ে জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক ম্যাচ খেলতে পারেননি রাশিদ খান। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও তার ধার কমেনি যেন একটুও। চোট কাটিয়ে ফেরার ম্যাচে লেগ স্পিন তারকাকে দেখা গেল সেই চেনা চেহারায়। অধিনায়কেরও দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য আফগানিস্তান ম্যাচটি জিততে পারেনি ব্যাটিং ব্যর্থতায়। রাশিদের ফেরার ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানিস্তান। শারজাহতে প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন রাশিদ। তবে তাকে ছাপিয়ে ম্যাচের নায়ক আরেক লেগ স্পিনার। আফগান মিডল অর্ডার গুঁড়িয়ে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা আইরিশ লেগ স্পিনার বেন হোয়াইট। টস হেরে ব্যাটিংয়ে নামা আইরিশদের মোটামুটি ভালো শুরু এনে দেন পল স্টার্লিং ও অ্যান্ড্রæ বালবার্নি। ১৪ বলে ২২ রান করা বালবার্নিকে ফিরিয়ে ৩৮ রানের জুটি থামান আজমাতউল্লাহ ওমারজাই। পাওয়ার প্লে শেষে বোলিংয়ে এসে প্রথম ওভারে ৫ রান দেন রাশিদ। আবার তিনি আক্রমণে আসেন ১০ ওভারের পর। আইরিশদের রানের গতি তখন এমনিতেই কমে এসেছে। তাদেরকে আরও চেপে ধরেন রাশিদ। অভিজ্ঞ স্টার্লিংকে ২৫ রানে ফেরানোর পর প্রথম বলেই গুগলিতে বোল্ড করে দেন বিপজ্জনক কার্টিস ক্যাম্পারকে। আরেকপ্রান্তে অভিষিক্ত নানগেয়ালিয়া খারোটেও দারুণ বোলিং করে বিপাকে ফেলে দেন আইরিশদের। তবে হ্যারি টেক্টর দারুণ খেলে উদ্ধার করেন দলকে। তার উইকেটও অবশ্য পেতে পারতেন রাশিদ। কিন্তু শর্ট ফাইন লেগে ক্যাচ নিতে পারেননি ফাজালহাক ফারুকি। ১৭ বলে ১৯ রানে আউট হতে পারতেন যিনি, সেই টেক্টর শেষ পর্যন্ত করেন ৩৪ বলে অপরাজিত ৫৬। আয়ারল্যান্ড ২০ ওভারে তোলে ৭ উইকটে ১৪৯ রান। নিজের শেষ ওভারের শেষ বলে আরেকটি উইকেটের দেখা পান রাশিদ। তিন দিন আগে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট শিকার করা ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার খারোটে এবার টি-টোয়েন্টি অভিষেকে ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই আফগানদের বড় ভরসা রাহমানউল্লাহ গুরবাজকে বিদায় করেন মার্ক অ্যাডায়ার। পরের ওভারে জশ লিটল ফিরিয়ে দেন সেদিকউল্লাহ আটাল ও আজমাতউল্লাহ ওমারজাইকে। দুই ওভারে তিন উইকট হারানোর ধাক্কা আর সেভাবে সামলে উঠতে পারেনি আফগানরা। মিডল অর্ডারে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক (২২ বলে ৩২) ও ও অভিজ্ঞ মোহাম্মদ নাবি (২১ বলে ২৫)। তবে দুজনকেই থামান হোয়াইট। এই লেগ স্পিনার পরে টানা দুই বলে আউট করেন অভিষিক্ত ইজাজ আহমাদ আহমাদজাই (১৬) ও খারোটেকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের স্বাদ পান ২৫ বছর বয়সী লেগ স্পিনার। ব্যাটিংয়ে রাশিদ খান আটকে যান ৫ রানেই। ১৮.৪ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় আফগানরা। হোয়াইটের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন জশ লিটলও। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার। সিরিজের পরের দুই ম্যাচ রোববার ও সোমবার, শারজাহতেই।


এই বিভাগের আরো খবর