• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:০১
সর্বশেষ :
ফকিরহাটে সাব-রেজিস্ট্রার মহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: ভোগান্তিতে সাধারণ মানুষ মেয়েকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছে পাইকগাছার বৃক্ষ প্রেমিক সিদ্দিক গাজী আষাঢ়ের শুরুতে বৃষ্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা যুদ্ধে জড়ানোর বিবেচনায় ট্রাম্প, তেহরান ছাড়ছে মানুষ যুক্তরাষ্ট্রে ‘বৃহত্তম গয়না ডাকাতি’ : ৩ বছর পর অভিযুক্ত ৭ ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: খামেনি বৃষ্টিপাতে গুজরাটে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হরমুজ প্রণালির কাছে দুই তেলবাহী জাহাজের সংঘর্ষ, আগুন জাপানের গাড়ি রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের

সমর্থকদের জন্য শিরোপা জিততে চায় ম্যানইউ

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ১৫তম অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ এই দলটাই ইউরোপা লিগে এবারের মৌসুমে অদম্য। যে অ্যাথলেটিকো বিলবাও গোটা মৌসুমে লা লিগায় ১০ গোল হজম করেছিল, তাদেরই সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭টা গোল দিয়েছে রেড ডেভিলসরা। ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। ম্যাচ জয়ের পর ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিম বলেছেন, ক্লাবটির তাদের সমর্থকদের জন্য এই শিরোপা জয়ে দায়বদ্ধ। প্রথম লেগে বিলবাওয়ের মাঠ থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও গত বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে নেমেছিল ইউনাইটেড। প্রথমার্ধে বিলবাওয়ের হয়ে মিকেল জাউরেগিজারের ৩০ গজ দূর থেকে করা গোল তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব মেসন মাউন্টের। লেনি ইয়োরোর ছোট্ট পাস ধরে প্রতিপক্ষ বঙ্ েটার্ন করে বুলেট গতির শটে বল জড়ান জালে। ইউনাইটেডের হয়ে এটি তার তৃতীয় গোল হলেও তা ছিল নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গোলেই ধূলিসাৎ হয়ে যায় বিলবাওয়ের ইতিহাস গড়ার আশার প্রদীপ। বিরতির পর গোলের খেলা আরও জমে ওঠে। ক্যাসেমিরো ও রাসমুস হইলুন্ডের গোলে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। ম্যাচের ক্লাইম্যাঙ্ েআবারও আলো ছড়ান মাউন্ট, ৪৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জাল ছোঁয়ান ফাঁকা পোস্টে। একটি হতাশাজনক মৌসুম থেকে কিছু সাফল্য পাওয়ার সুযোগ এসেছে ইউনাইটেডের। দলটির পর্তুগিজ কোচ আমোরিম বলেন, “এই কঠিন মৌসুমে যে সমর্থন (সমর্থকরা) দিয়েছে, তার জন্য এটি (শিরোপা) আমাদের তরফ থেকে ন্যূনতম প্রতিদান হওয়া উচিত। তবে আমি এখনই ফাইনাল নিয়ে চাপ অনুভব করছি। যদি আপনি জিততে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। আমরা সেখানে পৌঁছাতে পেরে খুশি। দেখা যাক কী হয়।” ইউনাইটেড এই শিরোপা জেতার অর্থ হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে খেলবে। যারা বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৫তম স্থানে আছে। অনেকটা একই অবস্থা তাদের ফাইনালের প্রতিপক্ষে টটেনহ্যামে হটস্পারেরও। লন্ডনের ক্লাবটি ইপিএল টেবিলের ১৬তম অবস্থানে। অন্যদিকে স্পার্সের সাথে শেষ তিন দেখায় হেরেছে রেড ডেভিলরা। টটেনহ্যামের বিপক্ষে ২১ মে বিলবাওয়ের সান মামেসে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইউনাইটেড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com