• শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫১

‎কুতুবদিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

‎নজরুল ইসলাম, কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, কুতুবদিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম। এছাড়াও আদালতের আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী ও সাধারণ নাগরিক এ কর্মসূচিতে অংশ নেন।

‎পরে “সকলের জন্য ন্যায়বিচার, আইনগত সহায়তা অপরিহার্য” প্রতিপাদ্যে  একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আইনজীবী সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে বক্তারা আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা। তারা সমাজের সকল স্তরে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।


‎উল্লেখ্য, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কুতুবদিয়ায়ও এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনী সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com