বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছবি আঁকি

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ডি, সি,মন্ডল
মনের মাঝে কত যে রুপ
ফাগুন আসছে বলে,
কোথা যে যাই কোন পথে যাই
এই সে ধরার তলে।
দেহের বরণ সুখটি গড়ন
তাঁকাই চাঁদের পানে,
মনটা যে যায় ভরে যায়
নানান পাখির গানে।
কোন পাখিন গন মন্দ নয় যে
রাগছে সকল ভালো,
সন্ধ্যা হলে মনটা কাঁদে
চাঁদ দেয় যখন আলো।
পাখিন গানে আমার প্রাণে
বাজে মুধুর বাঁশী,
রাখার মনে গান গেয়ে যায়
প্রাণটায় ভরে হাসি।
তার বিহনে ফুল কাননে
নিত্য বসেই থাকি,
মনের মাঝে সকার সাঁঝে
তাহার ছবি আঁকি।


এই বিভাগের আরো খবর