বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার 

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদারকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর ঐ আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক জহিরুল ইসলাম জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের পুত্র।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান,  সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং -৭) সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর