সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫

বিদেশ : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে হামলার জন্য পরস্পরের দিকে অভিযোগের তীর ছুঁড়ছে মস্কো ও কিয়েভ। যুদ্ধবিরতি ও জ্বালানি খাতে হামলা স্থগিতের আলোচনার মাঝেই গত শুক্রবার এই ঘটনা সামনে এলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ মিটার দূরে রুশ ভূখণ্ডে অবস্থিত সুধঝা কেন্দ্রটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই গ্যাস কেন্দ্রের এলাকাটি গত বছর দখল করে নিয়েছিল ইউক্রেনীয় সেনারা। তবে গত সপ্তাহে সুধঝার আশপাশ থেকে কিয়েভের সেনাদের খেদিয়ে দেয় রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ওই এলাকা ছেড়ে যাওয়ার সময় গ্যাস স্টেশন উড়িয়ে দিয়ে গেছে ইউক্রেনীয় সেনারা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্রেমলিন বলেছে, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ সেই সমঝোতার সম্মান নষ্ট করেছে কিয়েভ। এদিকে, রাশিয়ার অভিযোগকে ভুয়া দাবি করে ইউক্রেন পক্ষ থেকে পালটা দাবিতে বলা হচ্ছে, ওই গ্যাস স্টেশনে মস্কো নিজেই বিস্ফোরণ ঘটিয়েছে। যুদ্ধের উসকানি দিতেই রাশিয়া এই পদক্ষেপ নিয়ে উলটো ইউক্রেনকে দায়ী করার নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দিক থেকে প্রচুর অপপ্রচার চালানো হচ্ছে। এভাবে ভুলভাল কথা বলে আন্তর্জাতিক মহলকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইউক্রেনের দাবির বিরোধিতা করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়া নিজেদের জ্বালানি খাত ধ্বংস করবে, এটা ভাবাই হাস্যকর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস স্টেশনে বিস্ফোরণে কারণ বা পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


এই বিভাগের আরো খবর