শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ অনুমোদন

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ ট্রাস্ট’ এর অধীনে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। ‘গ্রামীণ ইউনিভার্সিটি, ঢাকা’ নামে এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১৬টি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার (১৭ মার্চ) ২২টি শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হয়।

এ অনুমোদনের শর্তগুলো বেশ কড়াকড়ি রয়েছে। উল্লেখযোগ্য কিছু শর্তের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তত ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। আরও শর্ত রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকবে। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা রাখতে হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করে এবং তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে, শিক্ষা মন্ত্রণালয় উক্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই করে দুই মাস পর নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়।


এই বিভাগের আরো খবর