শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হামজা চৌধুরী বাংলাদেশে পৌঁছেছেন

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এখনও বিশ্বাস হচ্ছে না! মনে হচ্ছে এ যেন এক স্বপ্ন! হামজা দেওয়ান চৌধুরী অবশেষে বাংলাদেশে এসেছেন। বাবা-মার সাথে আগেও এই দেশে এসেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। তবে এবারের আগমন যে একদমই ভিন্ন। এবার তিনি এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে, জাতীয় দলের জার্সি গায়ে তুলতে। বিস্ময় তো জাগবেই! হামজা অবশ্য সরাসরি ঢাকা আসেননি। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরাসরি সিলেটের ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান এই মিডফিল্ডার। আনুমানিক বেলা ১১টা ৫২ মিনিটে বাংলাদেশে পদার্পন করেন তিনি। হামজার স্মরণীয় এ সফরে সঙ্গে আছেন তার মা, স্ত্রী ও সন্তানেরা। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী অবশ্য আগেই চলে এসেছেন দেশে। এদিকে হামজা ও তার পরিবারকে বরণ করতে এয়ারপোর্টে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) ৭ জন নির্বাহী সদস্যের দল। বিমানবন্দর থেকে বাফুফের গাড়িতে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার।


এই বিভাগের আরো খবর