বিদেশ : কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার সীমান্তবর্তী পোইপেট ক্যাসিনো এলাকায় বোমা হামলা চালিয়েছে। পোইপেট দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। সমপ্রতি সীমান্তজুড়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। নম পেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে থাই বাহিনী বানতিয়াই মিয়ানচেই প্রদেশের পোইপেট পৌরসভা এলাকায় দুটি বোমা ফেলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থাইল্যান্ড এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে চলতি মাসে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ২১ জন ও কম্বোডিয়ায় ১৭ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। এই সংঘাতের মূল কারণ ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নিয়ে বিরোধ। পাশাপাশি সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও বিরোধের কেন্দ্রে রয়েছে। উভয় পক্ষই নতুন করে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে। তারা আত্মরক্ষার কথা বলছে। পাশাপাশি উভয় দেশই বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলছে। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ ডিসেম্বর সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে থাইল্যান্ডের হামলায় দেশটিতে অন্তত চারটি ক্যাসিনো ক্ষতিগ্রস্ত হয়েছে।