শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেসির গোলে আটলান্টার সাথে জয় পেলো মায়ামি

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

স্বাভাবিকভাবে লিওনেল মেসিকে এভাবে খেলতে দেখা যায় না। সোমবার কিছুটা ব্যতিক্রম খেলাই দেখিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। এদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল মায়ামি। ঘরের মাঠ মার্সিডেজ বেঞ্চ স্টেডিয়ামে এ ম্যাচেই দারুণ এক গোল করেছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার সহায়তায় আটলান্টাকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। শেষ মুহূর্তের গোলে জিতে এমএলএসের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নকে (৯) টপকে এখন পর্যন্ত অপরাজিত থাকা মায়ামির পয়েন্ট ১০। ম্যাচের ২০ মিনিটে ডি-বঙ্রে সামান্য বাইরে আটলান্টার মিডফিল্ডার বার্টজ স্লিজসের কাছ থেকে বলের দখল নেন মেসি। বঙ্রে ভেতর একজনকে কাটিয়ে গোলরক্ষক ব্রাড গুজানকে ফাঁকি দিয়ে জাল খুঁজে বের করেন মেসি। ১১ মিনিটে পিছিয়ে পড়া মায়ামিকে ১-১ সমতায় ফেরাতেই বোধহয় এতটা আক্রমণাত্মক হয়ে খেলছিলেন মেসি। মেসির গোলের আগে আটলান্টার হয়ে গোল করেন ইমানুয়েল লাতে লাথ। গতকাল সোমবার মেসির আরেকটি ব্যতিক্রম হলো- মায়ামির শুরুর একাদশ থেকেই মাঠে ছিলেন তিনি। যা গেল ২৫ ফেব্রুয়ারি পর প্রথম দেখা গেলো। জয়সূচক গোলটি পেতে মায়ামিকে অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। অবশেষে হ্যাভিয়ের ম্যাচেরানোর দলের হয়ে বহুল কাঙ্ক্ষিত গোলটি করেন হাইতির উইঙ্গার ফাফা পিকো। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।


এই বিভাগের আরো খবর