সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আলভারেজের ‘ডাবল টাচ’ বিতর্ক: বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

স্পোর্টস: ফুটবল বিশ্বে সম্প্রতি হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া টাইব্রেকার গোল নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত বুধবারের ম্যাচে পেনাল্টি শট নেওয়ার পরই এই বিতর্কের সূচনা হয়। অভিযোগ উঠেছে, আলভারেজের শট নেওয়ার আগে তার দুই পা-ই বলের সঙ্গে স্পর্শ করেছে, যা ‘ডাবল টাচ’ হিসেবে ধরা হয়। তবে এর পরিপ্রেক্ষিতে নানা মতামত উঠে এসেছে, এবং উয়েফাও এই ঘটনার পর নিয়মটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
আলভারেজের শট বাতিল হওয়ার পর আতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ উয়েফার কাছে অভিযোগ জানায়, যেখানে তারা দাবি করে, আলভারেজের পা পিছলে গেলেও বলের স্পর্শ হয়নি। অন্যদিকে, অনেকেই বিশ্বাস করেন যে আলভারেজের পায়ের স্পর্শ ঠিকই বলের সাথে ছিল এবং রেফারি এই সিদ্ধান্তে ভুল করেননি। এই ঘটনা নিয়ে আরও বিশ্লেষণ শুরু হয়, এবং উয়েফা অবশেষে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, পেনাল্টি শট নেওয়ার সময় আলভারেজের পায়ের আরেকটি স্পর্শ ছিল বলের সাথে, যা আইন ১৪.১ অনুযায়ী রেফারিকে ভিএআর-এর মাধ্যমে গোল বাতিলের সিদ্ধান্ত জানাতে বাধ্য করেছিল।
এতদিন পর্যন্ত এমন ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা না হলেও আলভারেজের এই বিতর্কের পর উয়েফা জানায়, তারা এই বিষয়টি নিয়ে ফিফা এবং আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনা করবে। তারা সিদ্ধান্ত নেবে, ডাবল টাচের মতো অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে পেনাল্টি শটের নিয়মে কোনো পরিবর্তন আনা উচিত কি না।
এদিকে, আতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচের পর তিনি বলেন, ‘‘কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিআরের শরণাপন্ন হতে দেখি না।’’ তিনি আরও বলেন, ‘‘যাঁরা দেখেছেন বলটি দ্বিতীয়বার স্পর্শ করেছে, তাদের হাত তোলার জন্য আমি অনুরোধ করছি।’’ সিমিওনের প্রশ্নে কোনো উত্তর না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, ‘‘এর বেশি আর কিছু বলার নেই।’’
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া এই বিতর্কের মধ্যে নিজেকে যুক্ত করতে চাননি। তিনি বলেন, ‘‘উয়েফা বিষয়টি পরিষ্কারভাবে দেখেছে। রেফারি কোনো দলকে সাহায্য করেন না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।’’
এদিকে, আলোচিত পোলিশ রেফারি শিমন মার্চিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন, তিনি বলেন যে, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন যে, আলভারেজের পা বলের সাথে দুইবার স্পর্শ করেছে। তাই, নিজেই ভিএআরকে বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেন।
এখন প্রশ্ন উঠেছে, এই বিতর্কের পর পেনাল্টি শটের নিয়মে কি পরিবর্তন আসবে? ফুটবলবিশ্বের জন্য এটি একটি বড় প্রশ্ন, যা হয়তো ভবিষ্যতে আলোচিত হতে থাকবে।


এই বিভাগের আরো খবর