সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে স্ত্রীকে মারধর ও যৌতুক  চাওয়ায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে  মামলা 

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

মো:সিদ্দিকুর রহমান,পটুয়াখালী জেলা প্রতিনিধি : মির্জাগঞ্জে  মারধর ও যৌতুক চাওয়ায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী  মানসুরা বেগম।  ভুক্তভোগী মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভাজনা কদমতলা  গ্রামের মো: মাসুম বিল্লাহর মেয়ে। তিনি অভিযোগ করে বলেন,পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার  পাতাকাটা গ্রামের বাসিন্দা মো: নূর হোসেনের ছেলে মো: মিজানুর রহমান  (৩৫) এর সাথে ২৪/১০/২০২১ সালে পারিবারিক ভাবে পাঁচ লক্ষ টাকা দেন মহর ধার্য্য করে বিয়ে হয়।  আমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকি। কিছুদিন পড়ে আমার শ্বশুরের পরামর্শে আমার স্বামী আমাকে  আমার বাবার বাড়ি থেকে (১,০০০০০)এক লক্ষ টাকা নিতে বলে আমার বাবাকে বুঝিয়ে বললে আমাকে (৮০) হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয়।  পরবর্তীতে আবার টাকা নিতে বলে আমি পরবর্তীতে( ৫০,০০০)পঞ্চাশ হাজার টাকা নিয়া দেই।  এর মধ্যেই আমি তার  ঔরষে গর্ভধারণ করলে আমাকে পূন: যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে তাতে আমি রাজি না হলে ভাতে কাপড়ে কষ্ট ও শারীরিক নির্যাতন শুরু করে। আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে চিকিৎসার জন্য আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমাকে নিতে বললে আমি টাকা ছাড়া তার বাড়িতে গেলে আমাকে আরো মারধর করে গর্ভের সন্তান নষ্ট করার জন্য  হুমকি দেয়।ভয়ে আমি  আমার সন্তান ভূমিষ্ট হওয়া হওয়া  পর্যন্ত আমার বাবার বাড়িতে থাকি।(প্রায় তিন বছর)  এই পর্যন্ত আমি ও আমার সন্তানের কোন ভরনপোষ দেয় নাই।  আমার বাবা মিল মিশের কথা বললে আরো (৩,০০০০০) তিন লক্ষ টাকা যৌতুক দাবী করে। আমি নিরুপায় হয়ে মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালী সি আর ৩৫১/২৪ একটি যৌতুক মামলা করি।আসামীরা এখনও   প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আসামীরা আমাকে বিভিন্ন সময় কল দিয়ে হত্যার হুমকি  এবং আমার ছেলেকে যে কোন সময় অপহরণ করে আমার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দেয়।  আমি এখন আমার ও আমার সন্তানের নিরাপত্তা হীনতায় ভুগছি। এখন শুনতেছি সে দ্বিতীয় বিবাহ করেছে।আমাকে ওই মহিলা 01798349395 নাম্বার দিয়ে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মামলা তুলে নেয়ার হুমকি দেয়।  এব্যাপারে ১ নং ও ২ নং আসামীর  (01302871179, 01718400420)মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীর বাবা মো: মাসুম বিল্লাহ বলেন, আমার মেয়ে ও নাতীর জীবন এখন অনিশ্চয়তার দিকে যাচ্ছে।তাদের উপর এত অত্যাচার, জুলুম নির্যাতনের সঠিক বিচার চাই।


এই বিভাগের আরো খবর