সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলার আসামি শাহআলম বিশ্বাস গ্রেফতার 

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলার সন্দিগ্ধ আসামি শাহআলম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। আটক শাহআলম বিশ্বাস উপজেলার ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামের মৃত কোব্বাত আলী বিশ্বাসের পূত্র।
তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা, একই সাথে চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং মজিদবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ৩:১৫ টার সময় ডেভিল হান্টের বিশেষ অভিযানে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঠালতলী থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বেলা ১১ টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পরিপ্রেক্ষিত গাড়ি চালক আলমগীর হোসেন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর গত বছরের ২৬ আগস্ট বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে আ’লীগ যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনার মামলায় শাহ আলম বিশ্বাসকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর