সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিএসজি ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার টিকেট পেলো

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্রান্সের মূল ভূখণ্ড ও শাসনাধীন অঞ্চল নিয়ে আয়োজিত ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মঙ্গলবার তৃতীয় স্তরের ক্লাব লে ম্যানসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি। ডেসিরে দোয়ে ও ব্রাডলি বারকোলা একটি করে গোল করেছেন। ম্যাচের শুরুতেই পিএসজিকে চমক দেখানোর চেষ্টা করে স্বাগতিক লে ম্যানস। গ্যাবিন বার্নাদোর পাসে থিও এয়ুমের গোলচেষ্টা সাইড বাইরে দিয়ে নেটে লাগে। শুরুতে ফরাসি লিগ-ওয়ানের টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে হতাশই করেছে লে ম্যানস। স্বাগতিকদের সাজানো ডিফেন্সের কারণে গেল নভেম্বর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত পিএসজির প্রথম শট নিতে ১৭ মিনিট সময় লাগে। বঙ্রে বাইরে থেকে লি কাং-ইনের ওই শট অনেক ওপর দিয়ে চলে যায়। ২৫ মিনিটে একটি ডিফেন্সিভ ভুলে লে ম্যানসের পরিকল্পনা ভেস্তে যায়। স্বাগতিক দলের আলেকজান্দ্রে লোরের পাস বঙ্রে প্রান্তে আটকে দেন গঞ্জালো রামোস। বল দোয়ের কাছে পৌঁছে গেলে তিনি গোলবারের বাঁ কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন। এতে ১-০ তে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লে ম্যানস একটি ফ্রি-কিক পায়। কিন্তু লোরের নেওয়া শট পিএসজির ডিফেন্সে লেগে ফিরে আসে। দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন লোরে। এবার পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল। ৭১ মিনিটে বদলি খেলোয়াড় বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। নুনো মেন্ডিসের লম্বা পাসে লে ম্যানসের বঙ্ েঢ়ুকে কাছ থেকে শট নিয়ে পোস্টে বল জড়ান ফরাসি তারকা। ১ মিনিট পর তৃতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলো পিএসজি। এই যাত্রায় লে ম্যানসকে বাঁচিয়ে দেন গোলরক্ষক এওয়ান হাটফাউট। পিএসজির মরক্কো তারকা আশরাফ হাকিমির প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লে ম্যানস। ৯০ মিনিটের একটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে জায়েদ আমিরের ক্রসে ডেম গেয়ের আকর্ষণীয় শট রুখে দেন পিএসজির গোলবারের অতন্দ্রপ্রহরী রাশিয়া জাতীয় দলের গোলরক্ষক মাতভেই সাফোনভ। পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘এটি ছিল একটি সাধারণ ফ্রেঞ্চ কাপের ম্যাচ Ñ বিপজ্জনক ও অপ্রত্যাশিত। এখানে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমি মনে করি, আমরা ভালো কাজ করেছি। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি এবং খেলোয়াড়দের কিছু সময় ও বিশ্রাম দিতে পেরেছি, তাই আমাদের খুশি হতে হবে।’


এই বিভাগের আরো খবর