রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথিলা আবার বড় পর্দায় ফিরছেন

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে। ‘বাজি’ নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন তিনি। এখন আবার ফিরছেন বড় পর্দায়, আনছেন দর্শকদের জন্য চমক! শোনা যাচ্ছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম ‘জলে জ্বলে তারা’। জানা গেছে, গুণী নির্মাতা অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে একেবারেই নতুন চরিত্রে। এই ছবিতে মিথিলাকে দেখা নামে নাম ভ‚মিকায়। অর্থাৎ তার চরিত্রের নাম তারা। মূলত ছবিটি নারীপ্রধান গল্পের। যদিও নির্মাতা অরুণ চৌধুরীর নারীপ্রধান গল্প নিয়ে ছবি এবারই প্রথম নয়। সম্প্রতি ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে লিখেছেন, ‘তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আসছে ১৪ ফ্রেব্রæয়ারি ভালোবাসা দিবসে।’ উল্লেখ্য, মিথিলা ছাড়াও ‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।


এই বিভাগের আরো খবর