সর্বশেষ :
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার  ইন্তেকাল, জেলা বিএনপির শোক কাউখালী উত্তর নিলতী সমতট বিদ্যালয়ে শিক্ষক জাহানারা আক্তার ও কমিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে  বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সান্তোসে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

ভিলা বেলমিরোয় হাজার হাজার সমর্থক একসঙ্গে সমস্বরে গেয়ে উঠলো, দ্য প্রিন্স ইজ ব্যাক। নেইমারের ফিরে আসায় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সমর্থকরা এতটাই খুশি যে, তাকে পূনরায় উপস্থাপন করার অনুষ্ঠানটা হয়ে উঠলো লোকে লোকারণ্য। নেইমার যখন মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন সমর্থকরা গেয়ে উঠেছিলেন, ‘রাজপুত্র আমাদের মাঝে ফিরে এসেছেন।’ সাও পাওলোর ভিলা বেলমিরো কিংবদন্তি ফুটবলার পেলের স্মৃতিধন্য। এই মাঠেরই ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এখান থেকেই বেড়ে উঠেছিলেন নেইমার। ২০১৩ সালে বার্সেলোনায় গিয়ে প্রায় একযুগ ইউরোপ এবং এশিয়ায় কাটালেন তিনি। এবার আবার ফিরলেন ঘরের মাঠে। ঘরের ছেলে ফিরে এলেন ঘরে। নেইমারের প্রত্যাবর্তনকে ঘিরে আয়োজন করা হয় জমকালো কনসার্টের। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিলো। সেই বৃষ্টির বাধা উপেক্ষা করে ২০ হাজারের বেশি সমর্থক হাজির হয়েছিলো মাঠে। নেইমারও আনন্দাশ্রুতে, আবেগময় বার্তায় নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন। দর্শকরা শুধু গাইলেন না। তাদের হাতে শোভা পাচ্ছিলো ব্যানার। যেখানে লেখা, দ্য প্রিন্স ইজ ব্যাক। স্টেডিয়ামের বাইরে এআই দিয়ে তৈরি করা বিশাল এক গ্রাফিতি। যেখানে আাঁকা হয়েছে নেইমারের মাথার মুকুট। ১০ রিয়াল করে দিয়ে টিকিট কিনে সমর্থকরা নেইমারের প্রত্যাবর্তনে মেতে উঠেছিলেন নাচ, গান, আতশবাজি আর ফুটবল মিলিয়ে তিন ঘণ্টার মূল আয়োজনে। সৌদি আরব থেকে গত বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত বিমানে করে সাও পাওলোতে উড়ে আসেন নেইমার। কয়েকঘণ্টা বিশ্রাম নিয়ে সান্তোসে যান তিনি হেলিকপ্টারে করে। গিয়েই চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সারেন। এরপর মূল আয়োজন শুরুর আগে অনুশীলন মাঠে গিয়ে নতুন সতীর্থ ও ক্লাব কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে আসেন তিনি। ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয় সান্তোসের ফেসবুক পাতায়। শৈশবে এই ক্লাবে পা রাখা থেকে তার বেড়ে ওঠা ও নায়ক হয়ে ওঠার পথচলা তুলে ধরা হয় সেখানে। ১৮ নম্বর জার্সি দিয়ে শুরু করে সান্তোসে ১১ নম্বর জার্সি গায়ে দেন নেইমার। এবার পাচ্ছেন ক্লাবের ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি। যে জার্সি গায়ে এই ক্লাবে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন পেলে। যে জার্সি এই ক্লাবে খেলে তিনি হয়ে উঠেছেন সর্বকালের সেরাদের একজন। ওই ভিডিওতে পেলেকে সর্বোচ্চ সম্মান জানিয়েই তার জার্সি উত্তরাধিকার হলেন নেইমার। পেলে যে তাকে বলেছিলেন সান্তোসে ফিরতে, সেটিও মনে করিয়ে দিলেন তিনি। নেইমার বলেন, ‘কিং পেলে, আপনার ইচ্ছা আমার কাছে আদেশের মতো। সিংহাসন ও মুকুট এখনও আপনার, কারণ আপনি চিরন্তন। তবে এই ১০ নম্বর, যে পবিত্র জার্সি প্রতিনিধিত্ব করে সান্তোস ও গোটা বিশ্বের অনেক কিছু, সেই জার্সি গায়ে চাপানো আমার জন্য সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।’ তুমুল আতশবাজির শব্দে আর আলোর ঝলকানির মধ্যে মাঠে প্রবেশ করেন নেইমার। সমর্থকদের অভিনন্দনের জবাব দেন দীর্ঘ সময় ধরে। এক পর্যায়ে সবার উদ্দেশে বলেন, ‘ফিরতে পেরে আমি খুবই খুশি। একসঙ্গে দারুণ সময় আমরা কাটিয়েছি এখানে। আরও অনেক কিছু দেখানোর ও করার বাকি আছেৃ।’ সমর্থকরা এক পর্যায়ে চিৎকার করে ড্রিবলিং দেখতে চান। সেটা দেখিয়ে নেইমার বলেন, ‘নান্দনিক খেলার সাহস দেখাতে ঘাটতি থাকবে না আমারৃ।’


এই বিভাগের আরো খবর