সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রান পাহাড়ে অস্ট্রেলিয়া, শুরুতেই হোঁচট খেলো শ্রীলঙ্কা

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

প্রথমদিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন ওপেনার উসমান খাজা এবং চার নম্বরে ব্যাট করতে নামা স্টিভেন স্মিথ। সেঞ্চুরি করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন দু’জন। দ্বিতীয় দিন এসে সেঞ্চুরি করলেন আরও একজন। টেস্ট ক্রিকেটে অভিষিক্ত জস ইংলিস। অর্থ্যাৎ অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি উপহার দিলেন তিনি। একই সঙ্গে নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন উসমান খাজা। গল টেস্টে স্টিভেন স্মিথ ও জস ইংলিসের সেঞ্চুরি এবং উসমান খাজার ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৬৫৪ রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে এই রানে ইনিংস ঘোষণা করে অসিরা। জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুনেম্যান এবং মিচেল স্টার্কের তোপের মুখে ১৫ রানেই ২টি এবং ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। আউট হন ওসাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম দু’জনই আউট হন ব্যক্তিগত ৭ রানের মাথায়। ৭ রান করে নাথান লিওনের বলে আউট হন ম্যাথিউজ। গতকাল খেলা শেষে শ্রীলঙ্কার রান ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪। উইকেটে রয়েছেন দিনেশ চান্ডিমাল এবং কামিন্দু মেন্ডিস। চান্ডিমাল ৮ রানে ও মেন্ডিস ব্যাট করছে। এখনও ৬১০ রান পিছিয়ে স্বাগতিকরা। ২ উইকেটে ৩৩০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। উসমান খাজা ১৪৭ এবং স্টিভেন স্মিথ ১০৪ রান নিয়ে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন ব্যাট করা শুরু করে। ২৬৬ রানের জুটি গড়ে অবশেষে তারা বিচ্ছিন্ন হন। ব্যক্তিগত ১৪১ রানের মাথায় আউট হন স্মিথ। ২৫১ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এরপর উসমান খাজা এবং জস ইংলিস মিলে জুটি গড়েন। এ দু’জনের জুটিতে ওঠে আরও ১৪৬ রান। দলীয় ৫৪৭ রানের মাথায় আউট হন উসমান খাজা। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিল ২৩২ রান। ৭৯ টেস্টের ক্যারিয়ারে উসমান খাজার এটাই প্রথম ডাবল সেঞ্চুরি এবং এটাই সর্বোচ্চ রানের ইনিংস। জস ইংলিশ আউট হন দলীয় ৫৭০ রানের মাথায়। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিল ১০২ রানের অনবদ্য ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এটা তার প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন। অ্যালেঙ্ ক্যারে ৬৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। ২৩ রান করেন বিউ ওয়েবস্টার। ১৯ রানে ব্যাট অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। প্রবাথ জয়সুরিয়া ও জেফরি ভেন্ডারসি ৩টি করে উইকেট নেন।


এই বিভাগের আরো খবর