রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অনন্যা পান্ডে নতুন লুকে নজর কাড়লেন

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি তার সমাজমাধ্যমে কিছু ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি নিজেই নিজের মেকআপ করেছেন। বিষয়টি নজর কেড়েছে ভক্তদের। গত বুধবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেকআপের বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। শুরুর দিকে নিজের কাজ দিয়ে দর্শকদের মনে সে ভাবে জায়গা করতে পারেননি অনন্যা পান্ডে। তবে শুধু তাই নয়, নাকে জিব ঠেকানোর মতো নানা কাণ্ড করে দর্শকদের কাছে বেশ ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে তার কাজ বেশ প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীর সিরিজ দেখে স্বয়ং অনুরাগ কাশ্যপও তার প্রশংসা করেছেন। তবে অভিনয়ে জগতে নিজের পায়ের মাটি শক্ত করলেও সামাজিকমাধ্যমে প্রায়ই তাকে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচনার শিকার হতে হয়। আর এবার ভাইরাল হয়েছে অনন্যার মেকআপের ভিডিও। ভিডিওর পোস্টে অনন্যা লিখেছেন, ‘কখনও কখনও আমি নিজেই নিজের মেকআপ ভালো ভাবে করতে পারি।’ ভিডিওতে তাকে লিপস্টিক এবং মাস্কারা দিয়ে হালকা মেকআপ করতে দেখা যায়। কাজের সূত্রে, অভিনেত্রী ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন। তাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ এবং ‘সিটিআরএল’- এ। যে দুটিই ছিল তার ওটিটি রিলিজ ছিল। ‘কল মি বে’ অনন্যার প্রথম ওয়েব সিরিজ। তাছাড়া ‘পতি পত্নী অউর ওহ’, ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’, ‘খো গায়ে হাম কাহাঁ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়াও অক্ষয় কুমার এবং আর মাধবন অভিনীত একটি ছবিতে প্রধান ভূমিকায় অনন্যা পান্ডেকে দেখা যাবে। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এবং করণ সিং ত্যাগী পরিচালিত, এই ছবিটি বিখ্যাত আইনজীবী সি. শঙ্করণ নায়ারের জীবনের অনুপ্রেরণামূলক গল্প বলবে। সি. শঙ্করন নায়ার ১৯২০ -এর দিকে একটি ঐতিহাসিক আইনি লড়াইয়ের সামিল হয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাছাড়াও, অভিনেত্রীকে ‘কল মি বে’- এর দ্বিতীয় সিজনে বেলা চৌধুরীর ভূমিকায় আবারও দেখা যাবে বলে খবর।


এই বিভাগের আরো খবর