সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকছেন না ডক্টর স্ট্রেঞ্জ

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অ্যাভেঞ্জার্সের অনেক সুপারহিরোদের ভিড়ে আলাদা জনপ্রিয়তা রয়েছে ডক্টর স্ট্রেঞ্জের। তার উপস্থিতি উপভোগ করেন দর্শক। এই চরিত্রটি দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারবাচ। এই তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন কিস্তিতে দেখা যাবে না চরিত্রটি। এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জন থামিয়ে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতা বেনেডিক্ট কাম্বারবাচ নিজেই। তিনি বলছেন, তার আইকনিক চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ পরবর্তী অ্যাভেঞ্জার্স সিনেমা ‘ডুমসডে’-তে উপস্থিত থাকছে না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন এই খবর দিয়ে যে আসন্ন ‘সিক্রেট ওয়ার্স’ সিক্যুেয়লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হাজির হবেন ডক্টর স্ট্রেঞ্জ। সেইসঙ্গে চরিত্রটি নিয়ে তৃতীয় একটি সলো সিনেমার সম্ভাবনা সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ভ্যারাইটির সাথে এক সাক্ষাৎকারে কাম্বারবাচ জানান, যদিও ‘ডুমসডে’ সিনেমায় ডক্টর স্ট্রেঞ্জের উপস্থিতি নেই তবে তার চরিত্রের ভবিষ্যত খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তিনি বলেন, ‘ডক্টর স্ট্রেঞ্জ মূল চরিত্র হতে পারে পরবর্তী কিছু গল্পে। ভক্তরা হয়তো অনেক বেশি উপভোগের সুযোগ পাবেন।’ কাম্বারবাচ ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে তিন নম্বর সোলো সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘মার্ভেল অনেক পরিকল্পনা করছে ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে। তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে খুবই আগ্রহী। আমিও অপেক্ষা করছি। খুব দ্রুতই কিছু হবে।’ এদিকে অ্যাভেঞ্জার্সের আসন্ন ‘ডুমসডে’ সিনেমায় বিরতি কাটিয়ে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফিরতে চলেছেন ক্রিস ইভান্স। সেইসঙ্গে ‘এন্ডগেম’-এর পর আবারও ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিনেমা পরিচালনায় ফিরছেন জো এবং অ্যান্থনি রুশো ভাতৃদ্বয়।


এই বিভাগের আরো খবর