সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশমিকা হুইলচেয়ারে ! চিন্তায় ভক্তরা

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুস্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়, নাচ মুগ্ধ করে দর্শকদের। এদিকে সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিম করার সময় অভিনেত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। যা রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের জানিয়েছেন। এই ঘটনার পর অভিনেত্রীকে প্রথমবার বিমানবন্দরে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, মুখ ঢেকে বিমানবন্দরে ঢ়ুকেছেন রাশমিকা। তার এমন অবস্থা দেখে ভক্তরাও চিন্তায় রয়েছেন। পায়ে ভর দিয়ে ভালো ভাবে হাঁটতেও পারছেন না তিনি। এক পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন রাশমিকা। তার এমন লুক দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ যাতে তাকে চিনতে না পারেন, সেজন্যই এমনটা করেছিলেন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, তিনি জিমে আহত হয়েছিলেন। তার কথায়, ‘শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছি। আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।’


এই বিভাগের আরো খবর