রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরখাস্ত তেদেস্কো, জাতীয় দলে ফেরার দুয়ার খুলল কোর্তোয়ার

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: গত কয়েক সপ্তাহ ধরেই দোমেনিকো তেদেস্কোর শেষের ইঙ্গিত মিলছিল। অবশেষে বিদায় ঘন্টা বেজেই গেল তার। বেলজিয়াম জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো ৩৯ বছর বয়সী কোচকে। কোচের সঙ্গে গত শুক্রবার বৈঠকে বসার পর বিবৃতিতে সিদ্ধান্ত জানিয়ে দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। তার সঙ্গে চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তেদেস্কোর বিদায়ে থিবো কোর্তোয়র জাতীয় দলে ফেরার বড় বাধা সরে গেল। কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে গত অগাস্টে রেয়াল মাদ্রিদের এই গোলকিপার বলেছিলেন, “কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তার ব্যবস্থাপনায় বেলজিয়ান জাতীয় দলে আর ফিরব না।” ২০২২ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নিয়ে তেদেস্কোর শুরুটা ছিল দারুণ। তার কোচিংয়ে প্রথম ১৩ ম্যাচের একটিও হারেনি বেলজিয়াম। কিন্তু গত বছর ইউরোতে শেষ ষোলো থেকেই বিদায় নেয় দল। পরে নেশন্স লিগে গ্রুপের ছয় ম্যাচে স্রেফ একটি জিতে তৃতীয় হয় তারা। সবশেষ গত নভেম্বরে ইসরায়েলের কাছে হারার পর থেকেই তার অবস্থান চরম নড়বড়ে হয়ে পড়ে। সব মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে বেলজিয়ামের জয় ছিল স্রেফ একটি। সেটির খেসারতই দিতে হলো ইতালিয়ান এই কোচকে। বিদায়ের বিষাদ স্বাভাবিকভাবেই ছুঁয়ে যাচ্ছে তাকে। “রেড ডেভিলদের কোচ হিসেবে সবসময়ই দারুণ গর্ব অনুভব করেছি। একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি আমরা। তবে সুন্দর সেই পথচলা দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল।” তেদেস্কোর জায়গায় থিয়েরি অঁরি কোচের দায়িত্ব পাচ্ছেন বলে সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। রবের্তো মার্তিনেস কোচ থাকার সময় বেলজিয়ামের সহকারী কোচ ছিলেন ফরাসি এই গ্রেট।


এই বিভাগের আরো খবর