সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডাইরেক্টর ‘আশিকি থ্রি’ থেকে তৃপ্তির বাদ পড়া নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বক্স অফিসে ২০১৩ সালে মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি টু’। তারপরে কেটে গিয়েছে এক দশক। এদিকে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মুখে এক অদ্ভুত সারল্য দেখা গেছে। ছবির গল্প, সুরের পাশাপাশি সেটাও ছবির অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে। এদিকে ‘আশিকি থ্রি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা কার্তিক আরিয়ানকে। আরিয়ানের বিপরীতে থাকার কথা ছিল তৃপ্তি দিমরি। অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি থ্রি’ থেকে তৃপ্তির বাদ পড়ার গুঞ্জন উঠেছে। তৃপ্তির চোখে-মুখেও সেই সারল্য রয়েছে। তবে গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। বিশেষ করে ‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তির অনাবৃত শরীরী সাহসী দৃশ্য নেটিজেনদের চর্চায় বিষয় ছিল। তাই তৃপ্তিকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। তাই এইমুহূর্তে এই ছবির নায়িকার জন্য অন্য মুখ খোঁজা শুরু হয়েছে। তৃপ্তির বাদ পড়ার কথায় অনুরাগ বসু বলেন, ‘মোটেই না। এই খবরের মধ্যে কোনও সত্যতা নেই। আর সেটা জানে তৃপ্তি নিজেও।’ প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রæয়ারির শেষে শুরু হতে পারে ‘আশিকি থ্রি’র শুটিংয়ের কাজ। তবে ‘আশিকি থ্রি’র নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই ছবি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


এই বিভাগের আরো খবর