মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোহ মায়া

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মাহফুজ রেজা
মোহ মায়ায় রইছি ডুবে
ভুলে আছি পরপার,
মরার পরে কি হাল হবে?
সেই দিকে তে নাই খবর।
গাড়ী বাড়ী ধন দৌলত
বিত্ত বৈভব সবই চাই,
যাহা আছে সাধ মিটে না
মনে ভাবি,আর কি নাই?
খালি হাতে যেতে হবে
ধন সম্পদ সব ছাড়ি,
গর্ব করে বলে বেড়াই
কত সুন্দর মোর বাড়ী।
এই বাড়ী টা হয়তো তোমার
শ্বাস প্রশ্বাস যতক্ষণ,
বন্ধ হলে হাওয়ার ঘড়ি
ছাড়তে হবে সব তখন


এই বিভাগের আরো খবর