সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নারীরা যে ধরণের জীবনসঙ্গী চায়

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জীবনসঙ্গীকে নিয়ে প্রতিটি নারীই তার মনে নানা স্বপ্ন বুনেন। যদিও মনের মতো জীবনসঙ্গী সবাই হয়তো পান না। তবে স্বপ্নের পুরুষের সঙ্গে যদি কারও সামান্য মিলও থাকে, তাকেই মনে সাজিয়ে নেন নারীরা। সব নারীই তার জীবনসঙ্গীর মধ্যে কিছু গুণ খোঁজেন। প্রতিটি পুরুষেরই এ বিষয় সম্পর্কে জানা উচিত। বিশেষজ্ঞদের মতে, নারীর মনের খবর রাখা খুবই কঠিন কাজ। নারীরা কিন্তু খুব সহজেই পুরুষের মনের গভীরে প্রবেশ করতে পারে, তবে পুরুষরা অতটা সহজে নারীর মনের ভাব টের পান না। চলুন তবে জেনে নিন নারীরা কোন ধরনের পুরুষকে বিয়ে করতে চান ও জীবনসঙ্গী হিসেবে পেতে চান-

হাসিখুশি
গম্ভীর মানুষকে কেউই পছন্দ করেন না। নারীরাও ঠিক এমন পুরুষ চান, যিনি হাসিখুশি থাকতে ভালোবাসেন। আপনার মধ্যেও যদি এ গুণ থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, আর যদি আপনি গম্ভীর প্রকৃতির হন তাহলে হাসিখুশি থাকার চেষ্টা করুন।

সত্য কথা বলেন
মিথ্যা দিয়ে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক গড়তে ও আজীবন তা টিকিয়ে রাখতে হয় সত্য ও ভালোবাসার বন্ধনে। যে পুরুষরা মিথ্যা বলেন, নারীরা তার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করেন। সত্যবাদীকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান নারীরা।

ভালো মনের
নারীরা এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, যার মন মানসিকতা ভালো হওয়া চায়। অনেক পুরুষ আছেন, যারা শুধু নিজেকে নিয়ে ভাবতেই ভালোবাসেন, এ ধরনের পুরুষকে নারীরা পছন্দ করেন না।

দায়িত্বশীল
জীবনসঙ্গীর সঙ্গে নারীরা সবার প্রথমেই খোঁজেন, তিনি কতটা দায়িত্বশীল। এ ধরনের পুরুষের কাছে নারীরা নিশ্চিন্তবোধ করেন।

সবাইকে ভালো রাখেন
শুধু নিজের খেয়াল রাখলে চলবে না। পরিবার-পরিজন সবাইকে ভালো রাখার চেষ্টা করেন যে পুরুষ, তাকে নারীরা জীবনসঙ্গী হিসেবে পেতে চান। অন্যকে যে ভালো রাখতে চেষ্টা করেন, আগামীদিনে তাকেও ভালো রাখতে পারবেন এই ভেবে নারীরা এ ধরনের পুরুষের প্রতি দুর্বল হন।


এই বিভাগের আরো খবর