সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজার উত্তরাঞ্চলের হাড়ের শেষ শল্যচিকিৎসক নিহত

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ অস্থিবিষয়ক শল্যচিকিৎসক (অর্থোপেডিক সার্জন) হিসেবে পরিচিত ড. সাঈদ জুদেহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতালের সার্জন ড. জুদেহ, গত বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার সময় নিহত হন বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া বলেন, আল-আওদা হাসপাতালে এক রোগীর অবস্থা মূল্যায়নের জন্য যাওয়ার পথে ট্যাংকের সরাসরি গোলায় তিনি নিহত হন। অবশ্য কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ড. জুদেহ ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ ঘটনার বিষয়ে অবগত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা তদন্ত চালাচ্ছে। প্রৌঢ় এই চিকিৎসক অবসরজীবন ছেড়ে যুদ্ধকালীন সময়ে মানুষকে সহায়তার জন্য কাজে ফিরে এসেছিলেন। গত মাসে কামাল আদওয়ান হাসপাতালের এক সংবাদ সম্মেলনে ‘আমাদের রক্ষা করুন’ (সেভ আস) লেখা একটি প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়ে ছিলেন তিনি। ইসরায়েলি বিধিনিষেধের কারণে বিদেশি সাংবাদিকদের গাজায় অবাধ প্রবেশাধিকার নেই। তবে বিবিসির প্রতিবেদক জেরুজালেম থেকে জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থার প্রতিনিধি লুইস ওয়াটারিজের সঙ্গে কথা বলেছেন। ওয়াটারিজ বলেছেন, ড. জুদেহর মৃত্যু তার পরিবারের জন্য ভয়াবহ অভিজ্ঞতা। সেখানকার মানুষের জন্যও এটি অত্যন্ত বিপর্যয়কর। তারা এমনিই অল্পসংখ্যক চিকিৎসকের উপর নির্ভর করছেন। তিনি গাজার মানবিক পরিস্থিতিকে মহাপ্রলয়ের সঙ্গে তুলনা করে বলেছেন, গাজার চিকিৎসাকেন্দ্রগুলোর পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। সেখানে না আছে যথাযথ স্যানিটেশন, না আছেন চিকিৎসক। আর রয়েছে চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট। রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। প্রায় দুই মাস ধরে গাজার উত্তরাঞ্চল ভয়াবহ ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণের মুখে রয়েছে। ইসরায়েলের দাবি, সেখানে সংগঠিত হওয়ার চেষ্টায় থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দী করা হয় বলে দাবি করে আসছে তেল আবিব। এর প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজার কেন্দ্রীয় অঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক উচ্চপদস্থ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। গাজায় বেসামরিক নাগরিক হতাহতের দায় বরাবরই সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপিয়ে আসছে ইসরায়েল। তারা দাবি করে, গাজার বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সশস্ত্র গোষ্ঠীগুলো।


এই বিভাগের আরো খবর