সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মজিদ-রাব্বির ফিফটিতে চড়ে জিতল বরিশাল

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে রাজশাহী বিভাগের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বরিশাল বিভাগ। হাইস্কোরিং ম্যাচে আবদুল মজিদ এবং ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে চড়ে শেষ হাসি হেসেছে বরিশাল। সিলেটের একাডেমী মাঠে টসে জিতে আগে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের পুঁজি দাঁড় করায় রাজশাহী। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫৪ বলে ৮০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। এছাড়া আরেক ওপেনার হাবিবুর রহমান ৩৩ বলে ৪৭ রান করেন। সাব্বির হোসেন ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ দিকে ৬ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা। জবাব দিতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের উপর চড়াও হয়েছেন বরিশালের ব্যাটাররা। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৭৯ রান। ২৪ বলে ৩৫ রান করে বিদায় নেন ইফতেখার হোসাইন ইফতি। এরপর দলের হাল ধরেন আবদুল মজিদ এবং ফজলে মাহমুদ রাব্বি। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন মজিদ এবং রাব্বি। দুজনই ছুঁয়েছেন ফিফটি। ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন মজিদ। এছাড়া রাব্বি খেলেছেন ৩৪ বলে ৫৬ রানের ইনিংস। শেষ দিকে মোহাম্মদ সালমান হোসেন ইমন ১২ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। মইন খান অপরাজিত ছিলেন ৮ বলে ১৫ রান করে। ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। রাজশাহীর হয়ে ১টি করে উইকেট শিকার করেন শফিকুল ইসলাম, মোহর শেখ এবং মোহাম্মদ গোলাম কিবরিয়া।


এই বিভাগের আরো খবর