সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাদা বলে পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটের জন্য (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের নয়া অধিনায়ক, সহ অধিনায়ক হিসাবে রিজওয়ান পাচ্ছেন সালমান আলি আগাকে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বের শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে। এই দুই দেশেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ এবং জিম্বাবুয়েতে ওয়ানডের জন্য উপলব্ধ থাকবেন, তবে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি ম্যাচগুলো থেকে বিশ্রামে থাকবেন। সেই হিসাবে সব ঠিক থাকলে জিম্বাবুয়েতে সালমান আলি আগার অধিনায়কত্বের শুরু হচ্ছে টি-টোয়েন্টিতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-
আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা (সহ অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রাউফ, হাসিবুল্লাহ, জাহান্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (সহ অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, উসমান খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-
আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (সহ অধিনায়ক), শাহনেওয়াজ দাহানি এবং তাইয়্যব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহান্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমর বিন ইউসুফ, কাশিম আকরাম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), সুফিয়ান মকিম, তাইয়্যব তাহির এবং উসমান খান।

 


এই বিভাগের আরো খবর