সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুনর্বাসনের সময়সীমা বাড়লো বাটলারের

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার পরিবর্তে অল-রাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে অস্থায়ী অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ মাসের শুরুতে ওয়ানডে সিরিজে জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিসেট বোর্ড (ইসিবি) বাটলারকে রেখেই স্কোয়াড ঘোষনা করেছিল। গত জুনে ভারতের বিরুদ্ধে আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পর আর কোন ম্যাচে অংশ নেননি বাটলার। সে কারনে ধারনা করা হয়েছিল ক্যারিবীয় সিরিজের মাধ্যমে বাটলার দলে ফিরতে যাচ্ছেন। বছরের শুরুতে কাফ ইনজুরিতে পড়া ৩৪ বছর বয়সী বাটলার এখনো পুনর্বাসনের মধ্যে আছেন। সর্বশেষ আপডেট অনুযায়ী বাটলার এখনো পরিপূর্ণ ফিটনেস ফিরে পাননি। ইতোমধ্যেই তার পুনর্বাসনের সময়সীমাও বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত বাটলারের পরিবর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি ইংল্যান্ড। ওয়ানডেতে যেহেতু বাটলারকে পাওয়া যাচ্ছে না, সে কারনে ১৪ সদস্যের পরিবর্তে ১৩ সদস্যের দল নিয়েই ক্যারিবীয় সফরে যাবে ইংল্যান্ড। যদিও ইসিবির সা¤প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজ থেকে দুজন খেলোয়াড় ক্যারিবীয়ান সফরের দলের সাথে যোগ দিবেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এন্টিগাতে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। ৯ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচে টি২০ সিরিজ। আশা করা হচ্ছে টি২০ সিরিজে দলের সাথে যোগ দিবেন বাটলার।


এই বিভাগের আরো খবর