সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ সাবিনা-মারিয়াদের প্রস্তুতিতে সেরা একাদশের ইঙ্গিত

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

স্পোর্টস: দ্বিতীয় দিনের অনুশীলনের সময় ও ভেন্যু সেই একই। সকাল ৮টা। আনফা গ্রাউন্ডের টার্ফ। যথারীতি রানিং, স্ট্রেচিং হলো। এরপর পিটার জেমস বাটলার নিজেদের মধ্যে আয়োজন করলেন ম্যাচ। সেখানেই ইঙ্গিত মিলল সম্ভাব্য সেরা একাদশের। গতবারের সাফ জয়ী দলের তারকা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও রক্ষণের নির্ভরতা আঁখি খাতুনের অবসরে যে শূন্যতা তৈরি হয়েছে, তা নতুনদের দিয়ে পূরণ করতে চাইছেন বাংলাদেশ কোচ। রক্ষণে আঁখির জায়গায় আফিদা খন্দকারের খেলার সম্ভাবনাই বেশি। বাকি তিন ডিফেন্ডার হতে পারেন শিউলি আজিম, মাসুরা পারভীন ও শামসুন্নাহার সিনিয়র। রক্ষণের এই চারজন থাকবেন পোস্টের নিচে থাকা রূপনা চাকমাকে আগলে রাখার দায়িত্বে। অনুশীলনে ব্যস্ত সময় কাটালেও রূপনাকে ছাপিয়ে যেতে পারছেন না ইয়ারজান বেগম ও মিলি আক্তার। গোলরক্ষক কোচ মাসুদ হোসেন উজ্জ্বলের দৃষ্টিতে দুজনের ‘রিফ্লেক্স’ রূপনার মতো নিখুঁত নয় এখনও। মানেটাও পরিস্কার, উইমেন’স সাফের মুকুট ধরে রাখার অভিযানে পোস্টের নিচে গত আসরের সেরা গোলরক্ষক রূপনাই মূল ভরসা। মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণের সুর বেঁধে দেওয়ার ভার গতবার সামলেছিল মারিয়া মান্দা ও মনিকা চাকমা জুটি। এই দুজন রক্ষণ চেরা পাসে প্রতিটি ম্যাচেই আক্রমণভাগে বলের জোগান দিয়ে গেছেন বিরতিহীনভাবে। এই জুটি ‘বিচ্ছিন্ন’ হতে পারে এবার। মনিকা চাকমা, স্বপ্না রানীর কাঁধে উঠতে পারে মাঝমাঠ সামলানোর ভার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাবিনা খাতুনের ‘বিকল্প’ তৈরি হয়নি এখনও। যথারীতি এবারও তিনি আক্রমণভাগের প্রাণভোমরা। অবশ্য গত আসরে প্লে-মেকারের ভ‚মিকাও অনেক ম্যাচেই নিয়েছিলেন সাবিনা। এবার তার সাথে আক্রমণভাগে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণাকে খেলাতে পারেন বাংলাদেশ কোচ। গত সাফে চারটি করে গোল করা দুই ফরোয়ার্ড স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের মধ্যে স্বপ্না অবসরে চলে গেছেন। পায়ের পাতার চোট কাটিয়ে ফেরা কৃষ্ণা নেই সেরা ছন্দে। আক্রমণভাগে শুরুর একাদশে অভিজ্ঞদের সমাবেশ দেখা গেলেও সাগরিকার জায়গা পাওয়ার সম্ভাবনাও আছে বেশ ভালোভাবেই। প্রস্তুতি শেষে এই তরুণ ফরোয়ার্ড নিজেও বলেছেন, স্বপ্নার শূন্যতা পূরণে উন্মুখ হয়ে আছেন তিনি। এ দিনের প্রস্তুতিতে কোচের ভাবনা, পরিকল্পনা অনেকটাই পরিস্কার হয়ে গেছে খেলোয়াড়দের কাছেও। কৃষ্ণা যেমন বুঝে নিয়েছেন, সেরা একাদশে তার থাকাটা এখন আর নিশ্চিত নয়। তিনি নিজেও বলেছেন, বদলি নামলেও সেরাটা নিংড়ে দিতে চেষ্টার ত্রæটি রাখবেন না। সব মিলিয়ে, বাটলার এখনও চ‚ড়ান্ত না করলেও সেরা একাদশে জায়গা পাওয়ার লড়াই বেশ জমে উঠেছে দলের অন্দরে।


এই বিভাগের আরো খবর