সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউটিউব ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আইটি: ইউটিউবের নতুন এই ফিচারগুলোর বেশির ভাগের মধ্যেই আছে এআইয়ের ছোঁয়া। যাতে করে ক্রিয়েটররা আরো সাবলীলভাবে তাঁদের ইউটিউব চ্যানেল গড়তে পারেন এবং দর্শকদের সঙ্গে চালাতে পারেন মিথস্ক্রিয়া, সেদিকে লক্ষ্য রেখেই ফিচারগুলো সাজানো হয়েছে।
শর্টসে এআই জেনারেটেড ভিডিও আসছে
গুগল ডিপমাইন্ড এআইয়ের সর্বশেষ ভিডিও তৈরির অ্যালগরিদম ‘ভিও’ যুক্ত হচ্ছে ইউটিউবের ‘ড্রিম স্ক্রিন’ ফিচারে। ড্রিম স্ক্রিনের মাধ্যমে শর্টস ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এআইকে কাজে লাগিয়ে। এবার ভিও অ্যালগরিদম যুক্ত হওয়ায় আরো বাস্তবসম্মত ভিডিও ব্যাকগ্রাউন্ড সহজেই জেনারেট করতে পারবেন ইউটিউব ক্রিয়েটররা। এতে থাকবে আর্টভিত্তিক এনিমেশন থেকে শুরু করে বাস্তবসম্মত ব্যাকগ্রাউন্ড বা সাই-ফাই ফ্যান্টাসি ব্যাকগ্রাউন্ড তৈরির সুবিধাও। আগামী বছর থেকে শুধু ব্যাকগ্রাউন্ডই নয়, গুগল ভিও ব্যবহার করে সরাসরি পূর্ণাঙ্গ শর্ট ভিডিও জেনারেট করা যাবে। তবে সেটা ছয় সেকেন্ডের বেশি দৈর্ঘ্যরে নয়। ইউটিউবে এআই জেনারেটেড ভিডিও তৈরি ও হোস্টিং নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে সমালোচনা।
শিরোনাম ও থাম্বনেইল তৈরি করবে ইন্সপিরেশন
ক্রিয়েটরদের আর ভিডিওর শিরোনাম বা থাম্বনেইল নিয়ে ভাবতে হবে না, গুগল এআই ফিচার যুক্ত করছে ‘ইন্সপিরেশন’ অপশনটিতে। ভিডিওর বিষয়বস্তুর কি-ওয়ার্ড বা সংক্ষিপ্ত বিবরণ লিখে দিলেই সম্ভাব্য ভিডিওর শিরোনাম ও থাম্বনেইল তৈরি করে দেবে এআই। সঙ্গে ভিডিওর স্ক্রিপ্ট বা আউটলাইনও জেনারেট করে দিতে পারবে ফিচারটি। প্রতিটি ভিডিও নির্মাতার স্টাইল আলাদা, সেদিকে নজর রেখে চ্যানেলের বাকি ভিডিওর ধাঁচেই থাম্বনেইল, টাইটেল ও আউটলাইন তৈরি করবে গুগল এআই।
কমিউনিটিস এবং কমিউনিটিস হাব
কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ধাঁচে নতুন করে সাজানো হয়েছে চ্যানেলের ‘কমিউনিটিস’ অংশ। এবার সাবস্ক্রাইবাররাও নিজেদের পছন্দের চ্যানেলের কমিউনিটিতেও পোস্ট করতে পারবেন। গুগলের দাবি, এতে করে ক্রিয়েটর আর ভিউয়ারদের মধ্যে সম্পর্ক হবে আরো গভীর, এতদিন যা ছিল বেশ একপেশে। যদিও অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও ফোরামে অনেকেই মন্তব্য করেছেন, ইউটিউব চ্যানেলগুলো ‘ডিস্কর্ড’ ব্যবহার না করে যাতে সরাসরি ইউটিউবেই দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন, সে জন্যই গুগল ফিচারটি আনছে। এখানেও বাদ পড়েনি এআই। এআই ব্যবহার করে দর্শকদের করা মন্তব্যের অটোমেটিক উত্তর দেওয়ার ফিচার ক্রিয়েটররা কাজে লাগাতে পারবেন।
এআই করবে ভাষান্তর
ভিডিওকে অন্যান্য ভাষায় ডাবিং করতে ব্যবহৃত হবে এআই। ভিডিও আপলোড করে এআই ডাবিং অপশন চালু করে দিলেই ইউটিউব নিজ থেকেই ভিডিওর কনটেন্ট বিশ্বের প্রচলিত বিভিন্ন ভাষায় ডাবিং করবে। সাবটাইটেলের পর এবার এআই ভাষান্তরও গুগল যুক্ত করল ইউটিউবে।
ভিডিও ভাইরাল করতে ‘হাইপ’
নতুন চ্যানেলগুলোকে হাইলাইট করে ভাইরাল করার জন্য নতুন ফিচার ‘হাইপ’ আসছে। অল্প সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোর ভিডিও যদি মনে হয় উচ্চমানের, তাহলে দর্শকরা লাইক করার পাশাপাশি ‘হাইপ’ বাটন চেপে ভিডিওটিকে ভাইরাল করার জন্য ভোট দিতে পারবেন। হাইপ ভোটের থাকবে লিডারবোর্ড, যেসব ভিডিও যথেষ্ট ভোট পেয়ে বোর্ডে স্থান করে নিতে পারবে, সেসব ভিডিও দ্রæত সব ইউটিউব ব্যবহারকারীর ফিডে ছড়িয়ে পড়বে। নতুন ক্রিয়েটরদের আর অ্যালগরিদমের এবং এসইওর ওপর নির্ভরশীল থাকতে হবে না।
আয় করা যাবে জুয়েল গিফট থেকেও
ফেসবুক ও টুইচের পর এবার ইউটিউবেও যুক্ত হয়েছে লাইভ ভিডিও চলাকালে ক্রিয়েটরদের ‘জুয়েলস’ পাঠানোর ব্যবস্থা। জুয়েলগুলো ক্রিয়েটরদের ভিডিওর র‌্যাংকিং বাড়াবে এবং তাঁদের অ্যাকাউন্টে ডোনেশন হিসেবে যুক্ত হবে। ফলে ক্রিয়েটররা বিজ্ঞাপন এবং প্রিমিয়াম মেম্বারশিপের পাশাপাশি লাইভ ভিডিওতে পাওয়া জুয়েল থেকেও আয় করতে পারবেন।


এই বিভাগের আরো খবর