রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেম্বাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে হচ্ছে দ.আফ্রিকাকে

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

টেম্বা বাভুমা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে। টেম্বা বাভুমা অসুস্থ থাকায় শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে এইডেন মার্করামকে এই ম্যাচের নেতৃত্বভার দেওয়া হয়েছে। এই ওয়ানডে সিরিজটি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আইসিসি টুর্নামেন্টের বাইরে প্রথমবারের মতো মুখোমুখি হওয়া। এই দুই দলের শেষ দেখা হয়েছিল ২০২৪ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে। দক্ষিণ আফ্রিকা এই ওয়ানডে সিরিজটি আফগানিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে খেলবে এবং এর পরে তারা আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে।


এই বিভাগের আরো খবর