সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজমানি দেওয়া হবে নারী

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দিনদিন বাড়ছে নারী ক্রিকেটের প্রচার এবং প্রসার। বিশ্বের বিভিন্ন দেশ নারী ক্রিকেটারদের জন্য পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিকের ব্যবস্থা করেছে। এবার সেই পথে হেঁটেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সমান প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ক্রিকেটের জন্য বেশ বড় একটি মাইলফলক এই ঘটনা। দলগত খেলার মধ্যে প্রথম খেলা হিসেবে ক্রিকেটেই সমান প্রাইজমানির রীতি চালু করা হয়েছে। আইসিসির ইভেন্টের মধ্যে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপই প্রথম টুর্নামেন্ট হতে যাচ্ছে যেখানে নারীরা পুরুষদের সমান প্রাইজমানি পেতে যাচ্ছেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের সা¤প্রতিক অস্থির পরিস্থিতিতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রানার্সআপ হওয়া দল পাবে ১.১৭ মিলিয়ন মার্কিন ডলার। দুই ক্ষেত্রেই আগের আসরের চেয়ে প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ১৩৪%। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলকে দেওয়া হবে ৬ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার করে। সব মিলিয়ে ৭ মিলিয়ন ৯৫৮ হাজার ৮০ মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হবে এই বিশ্বকাপে। যা আগের আসরের ২.৪৫ মিলিয়নের চেয়ে প্রায় ২২৫% বেশি। অংশগ্রহণকারী ১০ দল নিশ্চিতভাবে পাবে ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার করে। টুর্নামেন্টের গ্রæপ পর্বে একটি করে ম্যাচ জেতার জন্য বাড়তি ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে পাবে প্রতিটি দল। এছাড়া সেমিতে উঠতে না পারা ছয় দলের মাঝে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেওয়া হবে ১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আগামী ৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।


এই বিভাগের আরো খবর