সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পেঁপের বীজের উপকার

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

দেশীয় ফল পেঁপের গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি। কাঁচা কিংবা পাকা, যেকোনো পেঁপেই খাওয়ার বেশ কিছু সুফল রয়েছে। তবে পেঁপে খাওয়ার পর তার বীজগুলো আমাদের অনেকেই ফেলে দিই। অনেকেই জানেন না পেঁপের বীজের অনেক গুণ রয়েছে। তাই বীজ ফেলে দেওয়ার কোনো মানে নেই। চলুন, জেনে নেওয়া যাক পেঁপের বীজে কী কী গুণ রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ
বর্তমানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যাও। জানলে অবাক হবেন, ডেঙ্গু প্রতিরোধে পেঁপের বীজের উল্লেখযোগ্য ভ‚মিকা রয়েছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হলেই অণুচক্রিকা কমতে শুরু করে। এই সময়ে নিয়মিত পেঁপের বীজ ও পেঁপে পাতা খেলে অণুচক্রিকা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। ওজন নিয়ন্ত্রণে রাখে। পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে পরিপাকক্রিয়া ভালো থাকে। হজমের সমস্যা থাকলে এই ঘরোয়া উপায়ে তা দূর করতে পারেন। হজমশক্তি ভালো হলেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যাদের হজমে গোলমাল আছে তারা এই ঘরোয়া টোটকায় ভরসা রাখলে সুস্থ থাকা সম্ভব।
সংক্রমণের ঝুঁকি কমায়
গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট ধরনের ছত্রাক ও পরজীবী ধ্বংস করতে পারে পেঁপের বীজ। এটি দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে। পাশাপাশি ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকেও শরীরকে রক্ষা করে এই বীজ।
ঋতু¯্রাবের ব্যথা কমায়
ঋতু¯্রাবের সময়ে অনেকেরই অসহ্য যন্ত্রণা হয়। ব্যথা থেকে মুক্তি পেতে নানা ওষুধের ওপর ভরসা রাখেন। ঋতু¯্রাব চলাকালীন পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। ব্যথা অনেক কম হবে। প্রদাহ কমায়
সাধারণত পেঁপের বীজ প্রদাহ কমাতে কার্যকর। পেঁপের বীজ ভিটামিন সি, অ্যালকালয়েড ও ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। এসব উপাদান আর্থ্রাইটিস বা প্রদাহের মতো সমস্যা দূর করতে সাহায্য করে।
কিডনির স্বাস্থ্যে
কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ছোট্ট এই অঙ্গ আমাদের শরীরের দূষিত পদার্থ বের করে দেয়। গবেষণা বলছে, পেঁপের বীজ কিডনির কার্যক্রম ভালো রাখে।
যেভাবে খাবেন
পেঁপে খাওয়ার আগে বীজগুলো ফেলে না দিয়ে সেগুলো একটি পাত্রে সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। এবার সে বীজগুলো গুঁড়া করে একটি কাচের পাত্রে ভরে রাখুন। এই বীজের স্বাদ তেতো হয়। যেকোনো স্যালাড কিংবা স্মুদি বানানোর সময়ে এই গুঁড়া ব্যবহার করতে পারেন। পুষ্টিগুণ পাবেন আর তেতোও লাগবে না। তবে পেঁপের বীজ বেশি পরিমাণে খাওয়াটা আবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। প্রাণীদের ওপর চালানো কিছু গবেষণায় দেখা গেছে পেঁপের বীজ প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে।


এই বিভাগের আরো খবর