রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘‘উয়েফা নেশন্স লিগ’’ ইসরায়েলকে হারিয়ে আরেকটি জয় তুলে নিলো ইতালি

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

উয়েফা নেশন্স লিগে ‘এ২’ গ্রæপের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল ইতালি। গত সোমবার দিবাগত রাতে পরের ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে আরও একটি জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ২ গ্রæপের টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আজ্জুরিরা। গত শুক্রবার ফ্রান্সকে হারানো একাদশে কোচ লুসিয়ানো স্পালেত্তি পাঁচ পরিবর্তন এনে ইসরায়েলের বিপক্ষে দল সাজান। তাদের নিয়ে এই ম্যাচে গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বøুজদের। এ সময় ফেদেরিকো ডিমারকোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ান মইস কিন। ম্যাচের শেষ মুহূর্তে (৯০ মি.) একটি গোল শোধ দেয় ইসরায়েল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বাড়ান রাজ শোলমো। সেটা পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মোহামেদ আবু ফানি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। আগামী মাসে গ্রæপপর্বের তৃতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ইসরায়েল।


এই বিভাগের আরো খবর