রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জিয়ানগরে গণঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশ

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গণঅধিকার পরিষদের সম্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে জেলার জিয়ানগর উপজেলার আপন নিলয় মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সভাপতি নাজমুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ সভাপতি আতিকুল ইসলাম মান্না ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।
এসময় আরও বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি আবদুল লতিফ হাওলাদার,  যুব অধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
সমাবেশে সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো: হাফিজুল ইসলাম ও সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক আলাউদ্দিন হোসেন।


এই বিভাগের আরো খবর